শুভর কাছে মিথ্যে বলে হাতেনাতে ধরা পড়লো আদি। গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের ধারাবাহিকে আজকের এপিসোডে দেখা যাবে, শুভ স্টোরে আসা মাত্রই ফোন করে আদিকে। কিন্তু, এদিকে আদি স্টোরে নেই। তবুও, শুভকে মিথ্যে কোথা বলে বলছে সে নাকি সমিতির সঙ্গে মিটিংয়ে ব্যস্ত। এমন সময় শুভ সমিতিকে স্টোরে দেখতে পায় আর বোঝে আদি মিথ্যে বলছে।
সঙ্গে সঙ্গে কিছু না বলে শুভ ফোন কেটে দেয়। এরপর, স্টোর থেকে বেরিয়ে দেখে বাইরে আদি মোহনা একে অপরের হাত ধরে কথা বলছে। শুভকে সেখানে দেখে আদি অবাক হয়ে যায় আর কী বলবে বুঝতে পারে না। এমন সময়, আদি বলে সে বাড়ির দিয়েই যাচ্ছে তাঁকে সারপ্রাইজ দিতে। এরপর, শুভও বলে সেও এসেছিলো তাঁকে সারপ্রাইজ দিতে, কিন্তু এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলো।
এমন সময়, মনে মনে শুভ ভাবে এতক্ষণ জানতো আদি মিথ্যে বলছে আর এখন কারণটাও জানতে পেরেছি। এই ভেবে শুভ বাড়িতে চলে যাচ্ছিলো কিন্তু আদি তাঁকে কিছুতেই একা যেতে দেয় না। বলে, তাঁরা একসাথেই যাবে। এমন সময়, মোহনা বলে আয়ানের কোনো দোষ নেই, সে’ই এসেছে আয়ানের সঙ্গে দেখা করতে।
এরপর, শুভ আদিকে বলে মোহনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে। এই শুনে মোহনা খুশি হলেও আদি চায় না। কিন্তু, শুভর কথা না ফেলতে পেরে মোহনাকেও গাড়িতে নিয়ে নেয়। এরপর, গাড়িতে উঠতে গিয়েও ঝামেলা লাগে মোহনা-শুভর মধ্যে। গাড়ির সামনের সিটে আদির পাশে কে বলবে এই নিয়ে তর্কাতর্কি হয় তাঁদের মধ্যে।
অবশেষে, শুভ বসে সামনে আর মোহনা বসে পিছনে। গাড়িতে যেতে যেতে শুভ আদির বলা মিথ্যে কথা গুলো নিয়ে ভাবছিলো আর বিশ্বাস করতেই পারছিলো না সে মিথ্যে কথা বলেছে। শুভ আরও ভাবে, ছোটবেলা থেকে সে নিজের থেকেও বেশী আদিকে বিশ্বাস করেছে, এমনটা সে কী করে করতে পারে?
এমন সময় আদিও মনে মনে ভাবে, শুভ-মোহনার মাঝে আর শাকের করাতের মতন অবস্থা হয়েছে, কেউ তার পরিস্থিতিটা বুঝতে পারছে না। আরও, মনে মনে বলে শুভ একবার তার দিকে তাকালে বুঝতে যে সে তাঁকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। এরপর, আদি এমন একটা বাংলা গান চালায় যা মোহনার পছন্দ।
আরও পড়ুনঃ উত্তম-সুচিত্রার যুগের রত্ন! বাংলা সিনেমার ব্যস্ততম ক্যারেক্টার আর্টিস্ট! আজ ভাঙা বাড়িতে, আর্থিক দুরবস্থায় জীবন কাটাচ্ছেন বর্ষীয়ান নিমাই ঘোষ
এমন সময়, মোহনা আদিকে বলে ‘তোমার মনে আছে আয়ান এটা আমার প্রিয় গান। একদিন যখন আমি হসপিটাল থেকে মন খারাপ করে বাড়ি ফিরছিলাম তখন এই গানটা চালিয়ে কতই না নাচ করেছিল’। এই শুনে আরও রেগে যায় শুভ আর মন খারাপ করতে থেকে। এরপর, মোহনার বাড়ি চলে এলে সে নেমে পরে। আর, এটা বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখে সুনন্দা।
এরপর, বাড়িতে ফিরেই সঙ্গে সঙ্গে শুভ রাগ করে ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে, আবার মোহনা শুভ-আদির মাঝে তৃতীয় ব্যাক্তি হয়ে উঠছে বলে রেগে যায়। এমন সময়, আদি শুভকে বারাবার ডাকতে থাকলেও কোনো সাড়া দেয় না। অন্যদিকে, সুনন্দা রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় মোহনাকে নিয়ে সে ইন্ডিয়া ফিরে যাবে। এদিকে, ঘর বন্ধ অবস্থায় কাঁদতে থাকে শুভ।
“তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, বাড়াবাড়ি করো না” শ্রীময়ীর কটাক্ষের জবাব দিয়ে শান্ত গলায় তীব্র বার্তা পিঙ্কির!