মোহনা বাড়িতে বলে দিল সে মা হতে চলেছে। স্টার জলসার আজকের পর্বে দেখা যাবে, শুভ গেছে স্টোরে জিনিয়ার ব্যাপারে সকলের সঙ্গে কথা বলতে। শুভ জানায়, এতদিন জিনিয়া তাঁর সঙ্গে বন্ধুত্ব রেখে রায় পরিবারের বড়ো ক্ষতি করে গেছে। এমনকি, তুলির হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার পিছনেও রয়েছে জিনিয়ারই হাত, বলে শুভ।
এরপর, শুভ বলে তাঁদের খুব সতর্কভাবে প্ল্যান করতে হবে যাতে কেউ কিছু বুঝতে না পারে। এরপর, আদি শুভকে বলে সে যেনো এমন সময় কোনো চাপ না নেয়, নিজের খেয়াল রাখে। এই শুনে আকাশ জিজ্ঞাসা করে তাঁর কি কিছু হয়েছে? ঋদ্ধি জানায়, শুভ আবার মা হতে চলেছে।

এরপর, আকাশ বাড়িতে ফিরে তাঁর মাকে মোহনার সামনে বলে শুভ-আদৃত আবার বাবা-মা হতে চলেছে। এই শুনে মন খারাপ করে কান্নায় ভেঙে পরে মোহনা। এরপর, দৌড়ে ঘরে চলে যায় মোহনা। মোহনার এমন অসহায় অবস্থা দেখে আকাশ বলে, তাঁর বোনের জন্য খুব চিন্তা হচ্ছে।
এরপর, মোহনার মাও তাঁর পিছু পিছু ঘরে যায়। আর, তারপরেই মা-মেয়ের মধ্যে সেই আদৃতকে ঝগড়া শুরু। এক সময়ে মোহনা উত্তেজিত হয়ে বলে ফেলে সে আয়ানের সন্তানের মা হতে চলেছে। এই শুনে সুনন্দা অবাক হয়ে যায় আর রাগে মেয়েকে মারতে থাকে। এরপর, কান্নায় ভেঙে পরে দুজনেই।
এদিকে, বাড়িতে সমিত-জিনিয়ার এনগেজমেন্ট নিয়ে ব্যস্ত সবাই। এর মধ্যেই, বেশ ভালো মুডে দেখা যাচ্ছে ডোনা আর ঋদ্ধিকে। এমন সময়, রূপক তাঁর ছেলেকে নিয়েও চিন্তা করতে থাকে। তবে, সে বাড়িতে কিছুই কাউকে বুঝতে দেয় না। এমন সময়, হঠাৎ শুভর ফোনে মেসেজ আসে যে আদি আবার ডাক্তারের কাছে গেছে। এই দেখে শুভ মনে মনে ভাবতে থাকি আজ তার জন্যই আজকে আবার ডাক্তারখানায় যেতে হয়েছে।
আরও পড়ুনঃ আলাদা হয়েছে বাড়ি! নুসরতের শর্ত মানেননি যশ? গোপন নজরদারির জেরে সম্পর্ক ভাঙনের মুখে!
এদিকে আদি ডাক্তারকে মনের কথা সবটা খুলে বলতেও পারছেনা। সে ডাক্তারকে জানায়, যখন তার স্মৃতি ছিল না তখন কি এমন কিছু ঘটতে পারে যা তাকে বর্তমানে বিপদে ফেলতে পারে? ডাক্তার বলে তখন সে অনেকটা অসহায় অবস্থায় ছিল হয়তো এমন কিছু ঘটেছে যা নিয়ে সে কথা বলতে এখন সংশয় বোধ করছে। অবশেষে ডাক্তারের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার সময় শুভ আর আদি মুখোমুখি হয়।






‘রবীন্দ্রনাথ আর সলিল চৌধুরীর পরেই আমি, ওই দু’জনের পর কবীর সুমন নামটাই তো স্বাভাবিক!’ কবীর সুমনের বিতর্কিত দাবি! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় সমাজ মাধ্যমে, শিল্পীর বক্তব্যে আহত বাঙালির আবেগ?