নিজের ভুল ঢাকতে শুভ সঙ্গে খারাপ ব্যবহার করল আদি। স্টার জলসা গৃহপ্রবেশ ধারাবাহিক আজকের পর্বে দেখা যাবে, ডাক্তারের চেম্বারে মুখোমুখি দেখা এই শুভ এবং আদির। আর, এর পরেই শুভ আদিকে জিজ্ঞাসা করে সে কেন আবার এখানে এসেছে? প্রাথমিকভাবে আদি তাকে বলে সাধারণ একটা চেকআপের জন্য এসেছে।
কিন্তু পরবর্তীকালে কথা ঘুরিয়ে আদি তাকে বলে, শুভ তাঁর সবসময় পিছু নিচ্ছে যা মোটেই ভালো লাগছে বা। দিনে দিনে, এই ব্যাপারটা খুবই অস্বস্তিকর হয়ে উঠছে আদির কাছে। আরও অনেক কথা বলতে থাকে যা শুভর শুনতে মোটেই ভালো লাগে না। উল্টে শুভ মনে মনে ভাবে, সে আদিকে এতটাই চাপ দিয়েছে যে তাঁকে ডাক্তারের কাছে আসতে হয়েছে। সঙ্গে এও ভাবে যে, আদি এখন যেই ব্যবহারটা করল তাতে কি সে কিছু লোকাতে চাইছে?

অন্যদিকে, দেখা যায় মোহনা বাড়িতে বিশ্রাম নিচ্ছে। এমন সময়, সুনন্দা এসে তাঁকে বলে মোহনা যেনো বাচ্চাটা নষ্ট করে দেয়। কারণ, এই বাচ্চাটার কোনো ভবিষ্যত নেই। এই শুনে বিশাল রেগে যায় মোহনা। আর, তাঁর মায়ের সঙ্গে ঝামেলা করতেই থাকে।
অন্যদিকে, বাড়িতে ঢোকার আগে আদি মনে করতে থাকি সে কিভাবে শুকর সঙ্গে একটু আগেই খারাপ ব্যবহার করেছে। এমনকি, মোহনার আজ এই অবস্থার জন্য সে দায়ী। এছাড়াও, ভাবে শুভর উপর অযথা রেগে গিয়ে কতই না খারাপ কথাটাকে শুনিয়ে দিল। তাই আমি একরাশ অনুশোচনা নিয়ে বাড়িতে এলে সবাইকে জিজ্ঞাসা করে, শুভ কোথায়? শুভ বাড়িতে নেই জানতে পেরে আকাশ মনে মনে ভাবে সেই জানে এখন শুভ কোথায় রয়েছে।
এদিকে আবার দেখা যায় সুনন্দার প্রস্তাবে নারাজ মোহনা মায়ের সঙ্গে ঝগড়া করতে থাকে। এমন সময়, মোহনা বলে তাঁর শরীর থেকে আয়ানের চিহ্ন সে কোনোদিনও কাউকে মুছতে দেবে না। এরপর, মোহনা নিজের ক্ষতি করতে চাইলেও সুনন্দা তাঁকে কোনোমতে শান্ত করে।
আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে গায়ে, হাতে আঁচড়ের দাগ, মেঝেতে ছড়িয়ে মাটি, ভেঙে পড়ে রয়েছে ছবি! বন্ধ দরজা-জানলা, তবু ঘর লণ্ডভণ্ড! নিজের বাড়িতে অস্বাভাবিক ঘটনার কথা জানালেন রণজয় বিষ্ণু! ভিডিও দেখে ‘ব্ল্যাক ম্যাজিক’ বলছে নেটপাড়া!
এরপর, একটা পার্কে গিয়ে আদি শুভকে খুঁজতে থাকে। এমন সময়, শুভ নিজের মনের সব কষ্ট বলতে থাকে আদিকে। শুভ জানায়, আদি যখন ছিল না সে কীভাবে প্রতিটা দিন কাটিয়েছে? শুভ বরাবর চায় আদিকে আঁকড়ে বাঁচতে। এমন সময় আদি বুঝতে পারে তাঁর শুভ অনেক কষ্ট পেয়েছে। আরও ভাবে, এই কথাতেই শুভ যদি এত কষ্ট হয় পায় তাহলে মোহনার কথা শুনলে না জানি শুধু আরো কত কত কষ্ট পাবে? এরপর, আদিরা বাড়ি ফিরতেই রূপক তাদের সঙ্গে আলোচনা করতে থাকে কিভাবে আজকে সমিতের এনগেজমেন্টটা সিনিয়র সঙ্গে আটকাবে।






‘রবীন্দ্রনাথ আর সলিল চৌধুরীর পরেই আমি, ওই দু’জনের পর কবীর সুমন নামটাই তো স্বাভাবিক!’ কবীর সুমনের বিতর্কিত দাবি! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় সমাজ মাধ্যমে, শিল্পীর বক্তব্যে আহত বাঙালির আবেগ?