সবার সামনে জিনিয়ার পর্দা ফাঁস করলো শুভ। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, সমিত-জিনিয়ার এনগেজমেন্ট-এর সন্ধ্যেতে তৈরী হচ্ছে শুভ-আদি। এমন সময়, আদি বারেবারে শুভকে তাঁর প্ল্যান জিজ্ঞাসা করলে সে কিছুই জানায় না।
এমন সময়, আদি তাঁকে বলে শুভ যেনো তাঁদের বাচ্চার খেয়াল রাখে। এই শুনে শুভ বলে, এতদিনে মনে হচ্ছে আদি সত্যিই তাঁর সন্তানের খেয়াল রাখছে। আরও বলে, আদি এমন মানুষই নয় যে নিজের সন্তানকে অস্বীকার করবে বা এড়িয়ে যাবে। এই শুনে, আদি ভাবে মোহনার বাচ্চাও তো তাঁরই সন্তান। তবে, কি তাঁর বাচ্চাকে এড়িয়ে যাচ্ছে না আকাশ?
এরপর, অনুষ্ঠানের জায়গায় ইতিমধ্যেই সবাই এসে গিয়েছে। কিন্তু শুভ নেই বলে বাড়ির অধিকাংশ সদস্যরা বেশ ক্ষিপ্ত রয়েছে। এমন সময়ে সুযোগের সদব্যবহার করে ডোনাও সেবন্তীকে শুভর নামে কয়েকটা কথা শুনিয়ে সেই। এই শুনে সেবন্তী আরও রেগে যায় আর আদিকে জিজ্ঞাসা করে শুভ কোথায়, কী করছে?
এমন সময়, রুপকরাও সেই অর্থে কিছু বলে উঠতে পারে না। এদিকে, আকাশও বেশ চিন্তা করছে শুভকে নিয়ে। শুভকে বারেবারে ফোন করলেও সে ফোন ধরে না। ওইদিকে, শুভ আয়ুষ্মানকে বলা জায়গায় অনুযায়ী পৌঁছে গেছে। কিন্তু, তাও তাঁদের দেখা নেই। শুভ ভাবে, আজ যে করেই হোক তুলিকে বাড়িতে নিয়ে ফিরতেই হবে।
আরও পড়ুনঃ “যদি কেউ আমার থেকে দূরে গিয়ে খুশি থাকে, তাহলে আমি তাতেই খুশি। সম্পর্ক নিয়ে অকপট পর্দার স্বতন্ত্র সুদীপ মুখার্জী!
এদিকে, পরিস্থিতি খুব একটা সুবিধার নয় বুঝতে পেরে নাটক করতে থাকে জিনিয়া ও তাঁর মা। জিনিয়া বলে আজ শুভর জন্য তাঁর এনগেজমেন্টটা আটকে গেলো। এই শুনে, রেগে গিয়ে পূরবী আর অপেক্ষা না করে শুভ আসার আগেই এনগেজমেন্ট শুরু করে দেয়। এদিকে, শুভকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে গেছে আদি। এমন সময়, বাড়িতে এসে পরে শুভ। আর জিনিয়াকে বলে, তাঁর (শুভর) দেওয়া বিশেষ উপহারটা না নিয়েই সে এনগেজমেন্ট করে নেবে? এরপরেই বাড়িতে এন্ট্রি নেয় তুলি। তুলিকে দেখে অবাক হয়ে যায় জিনিয়া আর ভাবে শুভ তুলির খোঁজ পেল কীকরে?
“দুই বাচ্চার মা…২০২৫ এ ধূমকেতু হলে নিতাম না!”— ছবি হিট হতেই বদলে গেলেন দেব, শুভশ্রীর অবদান ভুলে গিয়ে মাতৃত্বকে করলেন হেয়! “অপমান করার সাহস কে দিয়েছে? এক মাকে অপমান মানে নিজের মাকেও অপমান।” “আগে মানুষ হও, তারপর অভিনেতা বা প্রযোজক হও”— কটাক্ষ নেটপাড়ার!