মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছে আদৃত! এদিকে, আদিকে ফাঁসানোর জন্য মোক্ষম অস্ত্র রয়েছে ডোনার হাতে! তবে, কি ডোনার সেই কথাই ভাঙন ধরাবে শুভলক্ষী-আদৃতের জীবনে?

মানসিক চাপে প্রচন্ড প্রেসার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লো আদৃত। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বতে দেখা যাবে, সুদূর ভারত থেকে আনা জিনিস দাদু-ঠাম্মি উপহার দিল শুভকে। শুভর গর্ভাবস্থায় বাড়ির গুরুজনেরা তাঁকে গোপাল ঠাকুর উপহার দেওয়ায় খুবই খুশি হয়ে যায়।

এরপর, শুভ গোপালকে প্রতিষ্ঠা করার সময় আচমকারী তার আঁচলে প্রদীপ থেকে আগুন লেগে যায়। এমন শুভ সময়ে শুভর আঁচলে আগুন লেগে যাওয়াতে অলক্ষণ বলে মনে করে সবাই। ওদিকে, ডাক্তারের কাছ থেকে হুট করে বেরিয়ে আসে আদি। এই দেখে মোহনা তাঁকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করায় আদি রেগে যায়। আদি বলে, মোহনা কেন সকলের কাছে এইভাবে তার পরিচয় দিচ্ছে?

entertainment

আদির মুখ থেকে এমন কথা শুনে মোহনা মনে মনে খুবই কষ্ট পায় আর কান্নায় ভেঙে পড়ে। এদিকে, বাড়িতে আদির চিন্তায় অস্থির হয়ে উঠেছে শুভ। বারে বারে শুভ তাকে ফোন করেই গেলেও আদি ফোন ধরে না। অবশেষে অনেকক্ষণ পর আদি বাড়িতে ফিরলেও দরজার সামনেতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন সময় ডোনা মনে মনে ভাবে, দাদা ভাই ডাক্তারের চেম্বার থেকে বেড়ানোর সময় সুস্থ ছিল। কিন্তু এখন হঠাৎ কি হল?

এরপর, বাড়ির সবাই মিলে অনেক কষ্ট করে তাকে ঘরে নিয়ে গেলেও, ডাক্তার তাকে দেখে বলে প্রেসার প্রচণ্ড হাই হয়ে গেছে। এই শুনে শুভ বলে বিগত কয়েকদিন ধরে আদি এত কাজের প্রেসারে নিচ্ছে আর এই জন্যই এমন কাণ্ড ঘটেছে। এরপর, ডোনা মনে মনে ভাবে দাদাভাই প্রেশার এমনি এমনি হাই হয়ে গেছে কারণ একদিকে বাড়িতে নতুন অতিথি আসছে তার ওপরে প্রেমিকা মা হতে চলেছে সবকিছু মিলিয়ে মিশিয়ে দাদাভাই অসুস্থ হয়ে পড়েছে আর এই কথা এই মুহূর্তে কাউকে বলা যাবে না।

আরও পড়ুনঃ “মা হতে গেলে ত্যাগ, কেরিয়ার বিসর্জন আর বড় মন দরকার, যেমনটা আমি করেছি!”— মাতৃত্বের নামেই আত্মপ্রচার, কর্মরত মায়েদের ছোট করলেন মধুবনী! ‘হাই গাইস বলে ন্যাকামিটা থেকে টাকা আসেনা?’ ‘বড় মন’ মধুবনীকে ধুয়ে দিল নেটপাড়া!

এরপর, আদির অসুস্থতার কথা রূপক ফোন করে আকাশকে জানায়। আর সেই মুহূর্তে ফোনের ও প্রান্ত থেকে আদির অসুস্থর কথা মোহনা জানতে পারায় তাঁকে দেখার জন্য রওনা দেয়। কিন্তু পরিস্থিতি খুব একটা সুবিধের না বুঝে আকাশ মোহনাকে রায় বাড়িতে যেতে বাধা দেয়। এরপর, শুভ আদির সেবা করার সময় মোহনা বারবার ফোন করতে থাকে। কিন্তু, আদি শুভকে বলে তাকে অফিস থেকে ফোন করছে।

You cannot copy content of this page