আজ একটুর জন্য ধরা পরার হাত থেকে বেঁচে গেল শুভ। স্টার জলসার গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে, ছদ্মবেশী লাকি কেশবকে ঘুম পারিয়ে ঘরে শুইয়ে দেয়। এমন সময়ে, শুভর পিছু পিছু ঠাম্মি এসে বলে যা করার তাড়াতাড়ি করতে। এরপর, ঠাম্মি শুভকে জানায় ঘরে এখন মোহনা নেই তাই সে যেনো তাঁর ঘরে গিয়ে প্রমাণ খোঁজার চেষ্টা করে।
এরপর, শুভ আর দেরী না করে চলে যায় মোহনার ঘরে। মোহনার ব্যাগ ঘেঁটে নানান ডাক্তারের রিপোর্ট বার করে সেইসব কিছুর ছবি তুলতে থাকে যাতে সে পরে দেখতে পারে। কিন্তু, এমন সময় মোহনা হঠাৎ ঘরে এসে পরে আর মনে মনে ভাবে তাঁর ঘরে কী কেউ এসেছিল?
এরপর, মোহনার নিজের মতন করে ঘরে থাকে। কিন্তু, আদির গলার আওয়াজ পাওয়া মাত্রই তাঁর অনুভূতি পাওয়ার জন্য মিথ্যে হাত কাটার নাটক করতে থাকে। এমন সময়, ঘরে রং ছড়িয়ে আদিকে দেখায় তাঁর হাত কেউতে গেছে। এরপর, আদি তাঁর হাতে ওষুধ লাগিয়ে ঘর থেকে চলে যায়।
অন্যদিকে দেখা যায় বসার ঘরে বসে সকলে মিলে আলোচনা করছে রূপক এবং সমিত বলে শুভকে ফিরিয়ে আনতে তারা নদিয়া যাবে। কিন্তু, বাড়ির অনেকেই এই ব্যাপারে রাজি হয় না। শুভ এবং তার মানসিকতা নিয়ে নানা ধরনের আলোচনা করতে থাকে রায় বাড়ির সদস্যরা।
এদিকে আবার দেখা যায়, মোহনার এই পুরো নাটকটা শুভ আড়াল থেকে দেখতে পেয়ে বুঝতে পারে এই মেয়ে কতটা খারাপ মানতিকতার মানুষ। এই মেয়ে যে একটা ছেলেকে পাওয়ার জন্য কী না কী করতে পারে? শুভ এটাও ভাবছে যে, আদি কেন মোহনার এইসব নাটক বুঝতে পারছে না?
আরও পড়ুনঃ “ন্যানি নয়, মায়ের কাছেই বড় হবে ডুগ্গু”, “সহজে সব কিছু পাওয়া উচিত নয়”— মাতৃত্বে ব্যতিক্রমী রূপসা, ভাগ করে নিলেন অনুভুতি! সন্তান মানুষ করার ফর্মুলা একেবারে আলাদা রূপসা-সায়নের! ‘ডুগ্গু’র জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এরপর, শুভ বাড়ি যাওয়ার সময় তাঁর কিছুতেই কেশবকে রেখে যেতে ইচ্ছে করছে না। তাই, নানান অজুজাতে এই বাড়িতে থেকে যেতে চাইছে। এরপর, শুভ বাড়ি থেকে বেরনোর সময় আকাশের মুখোমুখি হয়। এরপর আকাশকে রায় বাড়ির সদস্যরা দেখতে পেয়ে জিজ্ঞাসা করে সে কেন এত রাতে এই বাড়িতে এসেছে? এমন সময় আকাশ জানায় সে তার বোনকে দেখতে যেকোনো সময় এই বাড়িতে আসতে পারে। আরো নানান কথার মাধ্যমে আকাশ তাদেরকে বুঝিয়ে দেয় তারা খুবই স্বার্থপর মানুষ।