শুভর সঙ্গে বাড়ি ফিরল আদৃত! আয়ান চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মোহনা! তবে কি এবার খলনায়িকা হয়ে উঠবে মোহনা?

মানুষের জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যা কখনোই তাদের নিজের হাতে থাকে না। খানিক এমনই পরিস্থিতির শিকার হয়েছে শুভ-আদৃত। স্টার জলসা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, নিউইয়র্কের মোহনাদের বাড়ির সামনে শুভ দীর্ঘক্ষণ ধরে বসে অপেক্ষা করছে আদৃতের জন্য।

এই পুরো দৃশ্যটাই আদৃত দেখতে পাচ্ছে জানালা দিয়ে কিন্তু সে কিছুই করে উঠতে পারছে না কারণ তার এখনও স্মৃতি ফিরে আসেনি। এদিকে মোহনা আয়ান অর্থাৎ আদৃতকে গুছিয়ে ঘরে নিয়ে গেলেও কিছুতেই তাকে আটকে রাখা যাচ্ছে না। এমন সময় মোহনা বাধ্য হয়ে আকাশের কাছে গিয়ে বলে শুভলক্ষীকে বোঝাতে যাতে সে বাড়ি ফিরে যায়। ঠিক সেই সময়তেই আকাশ মনে মনে শুভর সঙ্গে কাটানো মুহূর্তের কথা ভাবছিল আর বলছিল কেন তাঁর সঙ্গেই এরকম বারবার ঘটে?

এরপর আকাশ মোহনার কথার মাঝে সুনন্দা এসে পড়ায় সে বলে একদিন আয়ান অর্থাৎ আদৃতের সমস্ত কিছু স্মৃতি মনে পড়লে সেই কখনোই আর এখানে থাকবে না, তাকে কিছুতেই আটকে রাখা যাবে না এই বলে চলে যায়। এরপর আয়ানের ঘরে সুনন্দা গেলেই দেখতে পায় সে আবারো জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সুনন্দা আয়ানকে বলে, সে যেনো শুভ লক্ষ্মীর কাছে ফিরে যায়, তাঁর পরিবারের কাছে ফিরে যায়। তাঁর নিজস্ব একটা পরিবার আছে তার জন্য অপেক্ষা করছে। এমন কি এটাও বলে যে শুভ ও আদৃতের এমন কঠিন পরিস্থিতি সে কখনোই মেনে নিতে পারছে না, বলল সুনন্দা। অবশেষে, সুনন্দা আয়ানকে আদৃত বলে ডাকায় সে অবাক হয়ে যায় আর বলে, ‘আপনি আমায় আদৃত বলে ডাকলেন আন্টি?’ এই প্রশ্নের উত্তরে সুনন্দা বলে এটাই তার আসল পরিচয়।

এরপর এদিকে অঝরে বৃষ্টির মধ্যেও শুভ অপেক্ষা করছে আদৃতের জন্য আর মনে মনে ভাবছে আদৃতের কি কখনোই স্মৃতি ফিরবে না? তাহলে সে কি করবে? এদিকে, আকাশ কিছুতেই তার বিয়ের প্রতিটা মুহূর্তের কথা ভুলতে পারছে না। এমন সময়, সকলের আড়ালে আয়ান মোহনার উদ্দেশ্যে চিঠি লিখে বেরিয়ে যায়। এরপর, একটা ছাতা নিয়ে আদৃত হাজির হয় শুভর কাছে।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সৃজিত মুখার্জি, মাঝরাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি! কি হয়েছে জনপ্রিয় পরিচালকের?

পরের দিন সকালবেলায় রায় বাড়িতে হাজির হয় আদৃত-শুভ। এই দেখেই অবাক হয়ে যায় জীবনটি এবং সবাইকে ডাকাডাকি করতে শুরু করে। একদিকে মোহনা আয়নের চিঠি পেয়ে কান্নায় ভেঙে পড়েছে আর অন্যদিকে আনন্দের জোয়ারে বয়ে যাচ্ছে রায় বাড়ির সদস্যেরা।

You cannot copy content of this page