টিআরপি বলতেই দর্শকদের মাথায় আসে বৃহস্পতিবার। কারণ এই দিনেই বাংলা সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণ করা হয়ে যায়। তার পাশাপাশি দর্শকরা কে কোন সিরিয়াল কতটা পছন্দ করছেন সেটাও বোঝা যায় এই ফলাফল থেকেই। কখনো যে আগের সপ্তাহে সেরা ছিল সে পিছিয়ে যায়, আবার কখনো যে আগের সপ্তাহে নিচু স্থানে ছিল সে উপরে উঠে আসে। এভাবেই টিআরপির খেলা চলতে থাকে
আজ সেই বিশেষ দিন যেদিন দর্শক হাতে পাবে তার পছন্দের সিরিয়ালের ফলাফল। বিগত কয়েক মাস ধরে দেখা গেছে যে সিরিয়ালের গল্প যতই ভালো হোক না কেন টিআরপি ফলাফল ভালো না হলে তার পরিণতি খারাপ হচ্ছে। সিরিয়াল শেষ করে দেওয়া হচ্ছে হঠাৎ করে আর তা না হলে তার সম্প্রচারের সময় পাল্টে দেওয়া হচ্ছে।
অর্থাৎ এখন গল্পের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো টিআরপি। এমন অনেক নতুন ধরনের নতুন স্বাদের গল্প এনেছে বেশ কিছু সিরিয়াল তবে দর্শক সেগুলো পছন্দ করেনি বলে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এখন গুরুত্বপূর্ণ হলো টিআরপি দেখা এবং সেটা থেকেই ধারাবাহিক নির্মাতারা এবং চ্যানেল নির্ণয় করে যে কোন সিরিয়ালের আয়ু কতদূর হবে।
আর সময় না বাড়িয়ে এবার সরাসরি চলে যাওয়া যাক আজকের ফলাফলে। সেরা ৫- এ জগদ্ধাত্রী আবার দ্বিতীয় স্থানে চলে গেছে এবং প্রথম স্থান ফিরে পেয়েছে অনুরাগের ছোঁয়া। মিশকাকে থা প্পড় মারতেই একঘেয়ে লাগা দর্শকরা নতুন জোশ পেয়েছে সিরিয়াল দেখার। আবার অদ্ভুতভাবে সন্ধ্যাতারা প্রথম পাঁচে পৌঁছে গেছে যেখানে এতদিন এই স্থান সাধারণত নিম ফুলের মধু কিংবা রাঙা বউ কিংবা বাংলা মিডিয়াম দখল করে থাকত। ফুলকি এবং সন্ধ্যাতারা যথাক্রমে তৃতীয় এবং পঞ্চম স্থান পেয়েছে।
এছাড়াও গাঁটছড়ার টিআরপি থেকে শেষের আশঙ্কা তৈরি হয়েছে। এখন পর্যন্ত যে সিরিয়ালগুলো চলছে তার মধ্যে সবথেকে কম পেয়েছে এই সিরিয়াল আর এই সিরিয়াল হল সব থেকে পুরনো। তাই এবার এটা শেষ হয়ে যেতে পারে কি? উত্তর দেবে সময়।
দেখুন এই সপ্তাহের বাংলার সেরা ৫:
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.২
২য় •• জগদ্ধাত্রী ৮.১
৩য় •• ফুলকি ৭.৬
৪র্থ •• রাঙা বউ ৭.২
৫ম •• সন্ধ্যাতারা ৬.৯