এবারের টিআরপিতে ‘পরিণীতা’ অপ্রতিরোধ্য, প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ‘গীতা’! টিআরপি শুন্যতায় বন্ধের মুখে ‘মিঠিঝোরা’, ‘রোশনাই’, ‘শুভ বিবাহ’?

বাংলা টেলিভিশনের জগতে প্রতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকা যেন এক আবেগময় খেলা। কোন ধারাবাহিক শীর্ষে উঠবে, কে পিছিয়ে পড়বে, তা নিয়ে দর্শক মহলে আগ্রহের কমতি নেই। ধারাবাহিকপ্রেমীরা রীতিমতো দিন গুনে বসে থাকেন তাদের প্রিয় শো-এর পারফরম্যান্স জানার জন্য। এবার ১০ এপ্রিল, বৃহস্পতিবার প্রকাশিত টিআরপি তালিকায় কিছু পুরনো ধারাবাহিক নিজেদের অবস্থান ধরে রাখলেও, লড়াই যে বেশ টানটান তা স্পষ্ট।

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ফের একবার প্রমাণ করে দিল, সিংহাসন দখল করা যত কঠিন, ধরে রাখা তার থেকেও বেশি কঠিন—আর সেটাই করছে তারা ধারাবাহিক ভাবে! ৭.০ পয়েন্ট নিয়ে এই সপ্তাহেও বেঙ্গল টপার এই ধারাবাহিক। গল্পে আবেগ আর উত্তেজনার সঠিক মিশেল ‘পরিণীতা’-কে দিয়েছে এক অনন্য জনপ্রিয়তা। দ্বিতীয় স্থানে রয়েছে দুটি হেভিওয়েট—‘ফুলকি’ (Phulki)‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) , দুটোই ৬.৯ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে একেবারে ঘাড়ে ঘাড়ে।

তৃতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’, যা এই সপ্তাহে ৬.৬ পয়েন্ট পেয়েছে। সাম্প্রতিক কাহিনির মোচড় এবং চরিত্রগুলোর গভীর রূপায়ণ দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। চতুর্থ স্থানে রয়েছে ‘পরশুরাম – আজকের নায়ক’, যেটি আগের সপ্তাহের তুলনায় অল্প পিছিয়ে ৬.৪ পয়েন্ট অর্জন করেছে। তবে ধারাবাহিকটির গতিময় গল্প বলছে—সামনের সপ্তাহে আবারও ফিরে আসতে পারে আগের জায়গায়।

পঞ্চম স্থানে এই সপ্তাহে যুগ্মভাবে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘কথা’, দু’টি ধারাবাহিকই ৬.০ পয়েন্ট পেয়ে স্থিরভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। অন্যদিকে ট্রেন্ডিং তালিকায় রয়েছে কিছু চমক। ‘মিঠিঝোরা’ ২.৭, আর ‘রোশনাই’ এবং ‘শুভ বিবাহ’ ২.৫ পয়েন্ট নিয়ে তালিকায় থাকলেও আরও অনেকটাই পথ পাড়ি দেওয়া বাকি, তবে কানাঘুষো খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই দুই ধারাবাহিক।

গল্পের টানটান গতি আর আবেগময় মোচড়ই ঠিক করে দিচ্ছে কে থাকবে উপরে আর কে পড়ে যাবে নিচে। টিআরপি তালিকা যেমন জানান দিচ্ছে ধারাবাহিকগুলোর শক্তি, তেমনই নির্মাতাদের জন্য এটাও এক স্পষ্ট বার্তা—দর্শকদের মন টিকিয়ে রাখতে গেলে দরকার গল্পে চমক, চরিত্রে আবেগ আর পর্দায় অভিনবত্ব! এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা —

আরও পড়ুনঃ আদৃতকে দেখতে পেল শুভ! আয়ানকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়লো মোহনা! তবে কি আকাশের সঙ্গে বিয়ে হবে না শুভ’র? ‘গৃহপ্রবেশ’-এর আগামী পর্বে কি হতে চলেছে?

BT •• পরিণীতা 7.0
2nd •• ফুলকি, জগদ্ধাত্রী 6.9
3rd •• রাঙামতি 6.6
4th •• পরশুরাম 6.4
5th •• চিরদিনই, কথা 6.0
Trending ••
মিঠিঝোরা 2.7
রোশনাই+শুভ বিবাহ 2.5