আদৃতকে দেখতে পেল শুভ! আয়ানকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়লো মোহনা! তবে কি আকাশের সঙ্গে বিয়ে হবে না শুভ’র? ‘গৃহপ্রবেশ’-এর আগামী পর্বে কি হতে চলেছে?

শুভকে ফিরে পেতেই আদৃতের জন্য কান্নায় ভেঙে পড়লো মোহনা। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, শুভ অনেক আগেই সেই জায়গাতে চলে গেছে যেখানে আদৃতের সঙ্গে অনেক ভালো মুহূর্ত রয়েছে। এমন সময় মন এবং নারায়ণ গাড়ি করে যাওয়ার সময় ফোন করে আকাশ আর বলে, নদীয়ার যে বাড়িতে তারা উঠেছে ওই বাড়িতে আকাশ পৌঁছে গেছে। এই শুনে মোহনা তাঁদের থাকতে বলে আর এরই সঙ্গে মিষ্টির দোকানে খোঁজ নিতে যাচ্ছে এটাও বলে।

মোহনার আরো বলে যদি আয়ানের শরীর ঠিক থাকে তাহলে সে তাকে নিয়ে শুভদের বাড়িতে যাবে। এরপর আর যে পথ দিয়ে যাচ্ছিল সেই রাস্তাটা তার ভালো লাগে বলেই সেখানে একটু দাঁড়াতে চায়। আর, আদৃত অর্থাৎ আই এম এই জায়গাতেই যাচ্ছে যেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছে শুভ। এদিকে আমার অনেকটা সময় পেরিয়ে গিয়েছে শুভ বাড়িতে ফেরেনি বলে সেবন্তী কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না।

 

Grihoprobesh, Star jalsha, shubhlakshmi, subha-adrit, Akash Sen, Mr. Sen, Mohona, new episode, গৃহপ্রবেশ, স্টার জলসা, শুভলক্ষ্মী, শুভ-আদৃত, আকাশ সেন, মিস্টার সেন, মোহনা, নতুন পর্ব, বাংলা সিরিয়াল

এই সময় ঠাম্মিকে সেবন্তী বলে তাঁর শুভকে যেতে দেওয়াটা ঠিক হয়নি। আর তখন ঋদ্ধি একটু এগিয়ে গিয়ে দেখতে চায় শুভ রয়েছে কোথায়? এরপর সবারই কথোপকথনের মধ্যে চলে এসেছে আকাশ। কিন্তু, সে এসে সবার মুখ গোমড়া দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। এরপর, শুভ অনেকক্ষণ হয়েছে বেরিয়েছে কিন্তু ফিরছেনা ওর জন্যই চিন্তা হচ্ছে, বলে সেবন্তী।

এরপর আকাশ, রোমিত এবং ঋদ্ধি তিনজনে বেরিয়ে পড়ে শুভ কোথায় গেছে দেখার জন্য। শুভ যে জায়গায় ছিল সেখানে রোদ থাকায় মুখ ঢেকে ছিল আর এমন সময় দূর আদৃতের মতন কাউকে দেখতে পাওয়ায় শুভ অজ্ঞান হয়ে যায়। আর, তারপর শুভকে নিয়ে একটা গাছের তলায় শুইয়ে যায় আদৃত অফিসে কোনমতেই শুভর জ্ঞান ফেরাতে পারছে না। এদিকে অনেক খোঁচাখুঁজি করার পর মোহনা কোনমতেই আয়ানকে খুঁজে পাচ্ছে না।

আর মোহনার কথা শুনে সুনন্দা বলে মাথা ঠান্ডা করে চারিদিকে খুঁজতে ঠিক আয়ানকে পেয়ে যাবে। শুভর জ্ঞান না ফেরায় আদৃত জলের ব্যবস্থা করতে থাকে। আর এর পরেই আকাশরা শুভকে দেখতে পেয়ে যায় অনেক ডাকাডাকি করার পর শুভর জ্ঞান ফিরে আসে। এমন সময় আকাশ শুভকে বলে সে চাইলে এখনো তার সিদ্ধান্ত বদলে নিতে পারে। আকাশের একটাই চাহিদা তা হলো শুভর ভালো থাকা।

আরও পড়ুনঃ সবাই তো সরলো! ‘মদের নেশায় চুর সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া কবে পদহারা হবেন?’ প্রশ্ন তুলছেন নেটিজেনরা

এদিকে জল খুঁজতে খুঁজতে আইয়ান চলে যায় মোহনার কাছে আর সেই সময় মোহনা তাকে জড়িয়ে কান্নাকাটি শুরু করে দেয় আর জিজ্ঞাসা করে সে কোথায় চলে গিয়েছিল? এরপর আর তাকে বলে যে মেয়েটার মুখ সে বারবার দেখতে পায় তাকেই আজ সামনাসামনি দেখতে পেয়েছিল। এইসব শুনে মোহনা মনে মনে ভাবে, তবে কি আয়ান নিজেদের লোককে খুঁজে পেয়ে গেছে। এরপর রোমিত জিনিয়ার সঙ্গে গ্রামের বাড়ি ঘুরতে বেরিয়ে যায়। এদিকে আকাশের সঙ্গে বাড়ি পৌঁছে যায় শুভ। আর, অন্যদিকে মোহনায়ান কি মিষ্টি তোকে নিয়ে যাওয়া তো মিষ্টির দোকানের লোক কোন আমাদের চিনতে পারে না আয়ানকে।