আবারও একটা নতুন মাস, নতুন সপ্তাহ, কিন্তু টিআরপির ফলাফল সেই পুরনো! এবার মাসের প্রথম সপ্তাহে, ২ মে প্রকাশিত তালিকায় টিআরপির ময়দানে ফের একবার জি বাংলার ধারাবাহিকের জয়জয়কার। দুই বছর ধরে চলার পর ফের শীর্ষ তালিকায় উঠে এসেছিল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। আর এবার টানা তৃতীয় সপ্তাহেও শীর্ষস্থান ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। রহস্যে আর আবেগে মোড়া গল্পের নতুন মোড়ে ধারাবাহিকটি এবার ৭.১ রেটিং পেয়ে দেখিয়ে দিল—দু’বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা একটুও কমেনি!
এবারও শীর্ষস্থান ফিরে পেতে ব্যর্থ হয়ে, দ্বিতীয় স্থান দখল করল ‘পরিণীতা’ (Paineeta)। সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বাধা বিপত্তি, সব মিলিয়ে ধারাবাহিকটি এই সপ্তাহে ৬.৬ রেটিং নিয়ে দর্শক মনে জায়গা ধরে রেখেছে। অপরদিকে, একটুর জন্য পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (Phulki)। ৬.৫ রেটিং পেলেও এই ধারাবাহিক, গল্পের নতুন মোড় বলছে শীর্ষস্থান ফিরে পেতে বেশিদিন লাগবে না।
চতুর্থ স্থানে উঠে এসেছে ‘পরশুরাম: আজকের নায়ক’। সাধারণ মানুষের হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক ব্যক্তির কাহিনি যে সমাজের সাথেই দর্শকের মনেও দাগ কাটছে, তার প্রমাণ ৬.২ রেটিং। এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে ‘রাঙামতি’, যার প্রাপ্ত রেটিং ৬.০। নাটকীয় মোড় আর চরিত্রদের অভিনয় ধারাবাহিকটিকে এখনও প্রথম সারির প্রতিযোগিতায় ধরে রাখছে, যদিও শীর্ষস্থানের পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে।
সেরা পাঁচে না থাকতে পারলেও, ট্রেন্ডিং তালিকায় এখনও টিকে আছে স্টার জলসার ‘গীতা এলএলবি’ আইনজগতের পটভূমিতে তৈরি এই ধারাবাহিকটি এবার ৫.০ রেটিং নিয়ে ট্রেন্ডিংয়ে চলে এসেছে সোজা সেরা পাঁচ থেকে, এছাড়াও জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (৫.৪) এই তালিকায় স্থান পেয়েছে। সবমিলিয়ে, জি বাংলার ধারাবাহিকগুলির দাপটের সামনে স্টার জলসা যেন দিন দিন আরও কোণঠাসা হয়ে পড়ছে। এবারের রেটিং যুদ্ধেও তাই জয়ীর মুকুট গেল জি বাংলার মাথায়।
আরও পড়ুনঃ শুভ-আদির মাঝে তৃতীয় ব্যাক্তি মোহনা! আয়ানকে নিজের করে পেতে মরিয়া হয়ে উঠেছে সে! তবে, কি শুভলক্ষীর জীবনে আবার শুরু নতুন যুদ্ধ?
এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা — TRP List of 1st Week of May, 2nd May Friday
BT •• জগদ্ধাত্রী 7.1
2nd •• পরিণীতা 6.6
3rd •• ফুলকি 6.5
4th •• পরশুরাম 6.2
5th •• রাঙামতি 6.0
Trending ••
চিরদিনই তুমি যে আমার 5.4
গীতা LLB 5.0