বাংলা টেলিভিশনের দর্শকসংখ্যা ও জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে টিআরপি তালিকা (TRP List) সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের টিআরপির (TRP) ফলাফল প্রকাশ হতেই আবারও নতুন সমীকরণ চোখে পড়ল। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর প্রকাশিত এই তালিকায় দেখা গেল কিছু ধারাবাহিক জায়গা ধরে রাখতে পেরেছে, আবার কিছু গল্প এবার অনেকটা পিছিয়ে গেছে। এই সপ্তাহে তাহলে সেরা পাঁচে কত নম্বর নিয়ে রাজত্ব করছে কোন ধারাবাহিক?
শুরুথেকেই যে ধারাবাহিকটি সবচেয়ে বেশি নম্বর নিয়ে তালিকায় শীর্ষে থেকেছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। সেটি হল ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok)। ধারাবাহিকটি ৭.০ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষস্থানে রয়েছে। সাধারণ মানুষের অন্যায়ের বিরুদ্ধে লড়াই এই গল্প, টিয়ারপিতে ধারাবাহিকভাবে সবার উপরে রয়েছে। বাস্তবের কাছাকাছি কাহিনি এই সাফল্যের মূল কারণ বলেই মনে করছে দর্শকমহল।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)। এই ধারাবাহিক ৬.৯ পয়েন্ট নিয়ে আবার নিজেদের জায়গায় ফিরে আসছে। দীর্ঘদিন ধরেই কিছুটা পিছিয়ে পড়লেও, এবার শীর্ষস্থানের খুব কাছাকাছি চলে এসেছে। এবার দেখা যাক, পরবর্তী সপ্তাহে একসময় বেঙ্গল টপার আবার শীর্ষস্থান পায় কিনা। এবার তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ৬.৭ পয়েন্ট নিয়ে। শক্তিশালী নারী চরিত্রের লড়াইকে কেন্দ্র করে তৈরি এই গল্প দর্শকদের এবারও ধরে রাখতে সক্ষম হয়েছে।
অপরদিকে, স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani) ৬.৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে এসেছে। ঐতিহাসিক নারী চরিত্র নিয়ে উত্তেজনা থাকলেও, এই সপ্তাহে সেটি কিছুটা কমে গেছে। পঞ্চম স্থানে রয়েছে ‘ফুলকি’ (Phulki), ৬.৫ পয়েন্ট নিয়ে। শীর্ষ পাঁচের বাইরেও এই সপ্তাহে নজর কেড়েছে কয়েকটি ধারাবাহিক। ‘দাদামণি’ (Dadamani) ৬.২ পয়েন্ট নিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। নতুন নাম যুক্ত হয়েছে স্টার জলসার ‘কম্পাস’ (Compass)।
আরও পড়ুনঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতাকে ঘিরে তোলপাড়! জোর করে শৌচালয়ে শারী’রিক সম্পর্ক স্থাপনে বাধ্য করায়, যৌ’ন নির্যা’তনের অভিযোগে গ্রেফতার অভিনেতা!
যদিও মাত্র ২.৯ পয়েন্টে শুরুটা কিছুটা ধীরগতির। অন্যদিকে, ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) ৪.৭ পয়েন্ট নিয়ে দর্শক টানছে, এবং নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo) ৪.৪ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করেছে। পাশাপাশি, ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ও ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) ৫.১ পয়েন্ট পেয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 1st Week of September | 4th Sept | BT •• পরশুরাম 7.0, 2nd •• পরিণীতা 6.9, 3rd •• জগদ্ধাত্রী 6.7, 4th •• রাণী ভবানী 6.6, 5th •• ফুলকি 6.5 Trending— দাদামণি 6.2, কম্পাস [Opening] 2.9, তুই আমার হিরো 4.7, কনে দেখা আলো [Opening] 4.4, অনুরাগের ছোঁয়া আর গৃহপ্রবেশ 5.1