জি বাংলার টিআরপি শাসন অব্যাহত! শীর্ষে ‘পরিণীতা’, বাজিমাত করল ‘জোয়ার ভাঁটা’! নজর কাড়ল ‘ও মোর দরদিয়া’, ‘পরশুরাম’ কি ক্রমেই হারাচ্ছে নিজের গতি! সেরা পাঁচে এবার কে কোথায়?

বাংলা ধারাবাহিকে আবারও যেন দর্শকরা ফিরে পাচ্ছেন সেই পুরোনো দিনের স্বাদ। সাপ্তাহিক টিআরপি তালিকা নিয়েও তাই উত্তেজনা বাড়ছে দিনদিন। অক্টোবরের তৃতীয় সপ্তাহের বাংলা টেলিভিশনের টিআরপি (TRP List) তালিকা প্রকাশ হতেই ফের জমে উঠেছে প্রতিযোগিতা। বৃহস্পতিবার, ১৬ অক্টোবরের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেল— এবারও জি বাংলার রাজত্বই স্পষ্ট! এবার টিআরপির শীর্ষে রয়েছে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) ৬.৯ পয়েন্ট নিয়ে।

পারুলের চরিত্রের দৃঢ়তা দর্শককে এমনভাবে ছুঁয়েছে যে, দীর্ঘদিন পর আবারও টিআরপিতে লাগাতার বাজিমাত করছে এই ধারাবাহিক। এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জীতু কমল ও দিতিপ্রিয়া রায় অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar), ৬.৬ পয়েন্ট পেয়ে। গত সপ্তাহে শীর্ষস্থান দখল করলেও, এই সপ্তাহে কিছুটা ভাটা পড়েছে জনপ্রিয়তায়। তবে, সম্পর্কের জটিলতা আর আবেগের মিশেলে গড়া এই গল্প ক্রমেই দর্শক মনে জায়গা দখল করছে।

অপরদিকে, তৃতীয় স্থানে রয়েছে জি বাংলারই ‘ফুলকি’ (Phulki) ৬.৫ পয়েন্ট সহ। নিয়মিত তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে ধারাবাহিকটি, যদিও শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে এটি। এবার চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ব্লুজ প্রোডাকশনের দুটি ধারাবাহিক— জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এবং স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), উভয়ই ৬.৩ পয়েন্ট পেয়েছে।

পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৬.১ পয়েন্ট নিয়ে। তবে, এবারের তালিকার ট্রেন্ডিং তালিকায় নজর কাড়ছে নতুন কিছু নাম। স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ (O Mor Doroiya) ওপেনিং সপ্তাহেই ৫.৮ পয়েন্ট পেয়ে ট্রেন্ডিং তালিকায় স্থান করে নিয়েছে। আবেগময় আবহে সাজানো এই ধারাবাহিক ইতিমধ্যেই আলোচনায়। পাশাপাশি জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhata) ৫.৭ পয়েন্ট নিয়ে ট্রেন্ডিং তালিকায় দ্বিতীয় স্থানে।

আরও পড়ুনঃ “আজও একা থাকার কথা ভাবতেই পারি না, অযথা মুখ দেখাদেখি বন্ধ করে কী লাভ?” “ছোটখাটো ঝগড়া তো হবেই, কিন্তু ওতেই কি সম্পর্ক শেষ?”— বর্তমান সময়ের তিক্ত সম্পর্কের ভিড়ে ব্যতিক্রম এক জীবন দর্শনের পাঠ দিলেন ঊর্মিমালা বসু!

সব মিলিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহের টিআরপি তালিকা প্রমাণ করছে— দর্শক এখন গল্পের পাশাপাশি চরিত্রের গভীরতা, সংলাপের বাস্তবতা এবং অনুভবের আন্তরিকতাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 3rd Week of October | 16th Oct | Thrusday | BT •• পরিণীতা 6.9
2nd •• চিরদিনই তুমি যে আমার 6.6
3rd •• ফুলকি 6.5
4th •• জগদ্ধাত্রী, পরশুরাম 6.3
5th •• রাঙামতি 6.1
Trending ••
ও মোর দরদিয়া 5.8
জোয়ার ভাঁটা 5.7
চিরসখা 4.9