টিআরপি (TRP) মানেই টেলিভিশনপ্রেমীদের উত্তেজনার চূড়ান্ত পর্যায়। কোন ধারাবাহিক এগোলো, কে পিছিয়ে পড়ল, এই হিসেব রাখতেই সবার চোখ থাকে বৃহস্পতিবারের দিকে। ২২ মে প্রকাশিত হলো মে মাসের চতুর্থ সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) যেখানে ফের শীর্ষে উঠে এল স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayok)। ৬.৪ রেটিং নিয়ে একচেটিয়া রাজত্ব ধরে রেখেছে এই ধারাবাহিক।
এই সপ্তাহে দ্বিতীয় স্থানে যৌথভাবে আছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) এবং ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), দুটিরই রেটিং ৬.২। পারুল-রায়ানের সম্পর্কের ঘাত-প্রতিঘাত হোক কিংবা জগদ্ধাত্রীতে দুর্গার অপরাধদমন, উভয় ধারাবাহিকই নিজেদের দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও ‘পরিণীতা’র রেটিং একটু কমেছে আগের সপ্তাহের তুলনায়, তবুও দ্বিতীয় স্থান পেয়েছে।
গল্পের নতুন মোড়ের আশায় দর্শক এখনও চোখ রাখছে পর্দায়। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ ’ (Rangamati Tirandaj), ৬.১ রেটিং নিয়ে। স্টার জলসার এই ধারাবাহিক সম্পর্কের দ্বন্দ্ব আর নারীকেন্দ্রিক আবেগের মেলবন্ধন দর্শকদের সেই শুরু থকেই ধরে রেখেছে, প্রতি সপ্তাহে সেরা পাঁচে ধারাবাহিকটি স্থির ভাবে নিজের জায়গা ধরে রেখেছে, তবে এবার শীর্ষ স্থানের কাছাকাছি।
এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’ (Phulki), যার রেটিং ৬.০। রাজবাড়ির পুরনো রহস্য, ধানু-আদিত্যর সম্পর্কের টানাপোড়েন এবং সদ্য যোগ দেওয়া চরিত্ররা গল্পে নতুন স্বাদ এনেছে ঠিকই, তবে ধারাবাহিকটি ফের এক ধাক্কায় নিচে নেমে এলো। ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী সপ্তাহগুলোর চমক এবং অভিনয়ের উপর। পঞ্চম স্থানে আবারও রয়েছে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh), এই সপ্তাহে তার রেটিং ৫.৩।
আরও পড়ুনঃ দুই পরিবারের মধ্যে অশান্তির আগুন লাগিয়েছে মোহনা! ক্রমাগত শুভ-আদির ভুল বোঝাবুঝি তৈরী করছে জিনিয়া! তবে, কী এবার শুভ ধরতে পারবে সবকিছুর পিছনে কে রয়েছে?
প্রথমবার সেরা পাঁচে প্রবেশের পর এবার নম্বর কিছুটা কমেছে। অন্যদিকে ট্রেন্ডিং তালিকায় এবারও আছে ‘আনন্দী’ (Anondi) এবং ‘বুলেট সরোজিনী’ (Bullet Sarojini)। যদিও তাদের রেটিং যথাক্রমে ১.৯ ও ১.৭—তবু ধারাবাহিক দু’টির আলাদা ধাঁচের গল্প ও নারীকেন্দ্রিক ধরন ভবিষ্যতে আরও ভালো ফল করবে বলে আশা। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা — TRP list of Bengali Television for 4th Week of May 22nd May | Thursday
BT •• পরশুরাম 6.4 2nd •• পরিণীতা, জগদ্ধাত্রী 6.2 3rd •• রাঙামতি 6.1 4th •• ফুলকি 6.0 5th •• গৃহপ্রবেশ 5.3 Trending •• আনন্দী 1.9 সরোজিনী 1.7