টিআরপি যুদ্ধের ময়দানে আবারও ‘পরিণীতা’র দাপট, আরও পিছিয়ে পড়ল ‘পরশুরাম’! অক্টোবরের শুরুতেই ধাক্কা! সেরা পাঁচের জায়গা ধরে রাখল কোন ধারাবাহিক? কে-ই বা অপ্রত্যাশিত ভাবে পড়ল বাদ?

বাংলা টেলিভিশনের টিআরপি (TRP) তালিকা মানেই টানটান উত্তেজনা। কোন ধারাবাহিক উঠল একেবারে শীর্ষে, আর কারা পিছিয়ে পড়ল-তা জানতেই মুখিয়ে থাকেন দর্শকেরা। অক্টোবরের প্রথম সপ্তাহের তালিকা (TRP List) প্রকাশিত হল শুক্রবার ৩রা অক্টোবর, আর এবারেও তালিকায় রয়েছে বেশ কিছু আকর্ষণীয় মোড়। পুরনো ধারাবাহিকের স্থায়িত্ব যেমন চোখে পড়ার মতো, তেমনি নতুন কিছু চমকও রয়েছে।

চলুন দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কেমন পারফর্ম করল এই সপ্তাহে। এই সপ্তাহেও প্রথম স্থান ধরে রাখল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)। ৬.৫ নম্বর পেয়ে ধারাবাহিকটি আবারও প্রমাণ করল, পারুলের সাহস, সংগ্রাম আর ন্যায়ের পক্ষে অবস্থান এখনও দর্শকদের মনে দাগ কাটছে। দ্বিতীয় স্থানে এসেছে স্টার জলসার শক্তিশালী ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayak)

৫.৯ নম্বর পেয়ে কিছুটা পিছিয়ে পড়লেও, সমাজের অন্ধকার দিকের বিরুদ্ধে পরশুরামের লড়াই আজও দর্শকদের মনে প্রভাব ফেলছে। তৃতীয় স্থানে রয়েছে যুগ্মভাবে তিনটি জনপ্রিয় ধারাবাহিক-জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ও ‘ফুলকি’ (Phulki) এবং স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (Raj Rajeshwari Rani Bhabani)। তিনটি ধারাবাহিকই ৫.৮ নম্বর পেয়েছে।

নারীকেন্দ্রিক থ্রিলার হোক বা ঐতিহাসিক প্রেক্ষাপট-প্রতিটি গল্পেই রয়েছে গভীরতা, টান এবং দর্শককে ধরে রাখার শক্তি। চতুর্থ স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodinei Tumi Je Amar), ‘আমাদের দাদামণি’ (Amader Dadamoni) এবং স্টার জলসার ‘রাঙামাতি’ (Rangamati)। ৫.৭ নম্বর নিয়ে এই ধারাবাহিকগুলোও নিজেদের অবস্থান বেশ ভালোভাবেই ধরে রেখেছে।

একদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে পারিবারিক আবেগের এই টানাপোড়েন দর্শকদের উৎসাহী করে চলেছে। সেরা পাঁচের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘জোয়ার ভাটা’ (Jowar Bhanta)। ৫.৬ নম্বর পাওয়া এই ধারাবাহিকটি তুলনামূলকভাবে নতুন হলেও, গল্পের গতি এবং অভিনয়ের জোরে দর্শকের নজর কাড়তে শুরু করেছে। সব মিলিয়ে অক্টোবরের শুরুটা বেশ জমজমাট। পুরনো ধারাবাহিকের ধারাবাহিকতা বজায় থাকলেও

আরও পড়ুনঃ দীর্ঘ এক বছর টেলিভিশনপর্দা থেকে দূরে থাকার পর ফের দর্শকদের জন্য চমক আনলেন সুদীপ্তা চক্রবর্তী—এইবার অভিনয় নয়, পুজোর মরশুমে দর্শকদের জন্য কি নতুন উপহার দিলেন অভিনেত্রী?

নতুন কিছু নাম সেরা পাঁচে উঠে এসে লড়াইকে করে তুলেছে আরও আকর্ষণীয়। আগামী সপ্তাহে কী মোড় নেয় এই প্রতিযোগিতা, সেটাই এখন দেখার। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— BT/1st •• পরিণীতা 6.5
2nd •• পরশুরাম 5.9
3rd •• জগদ্ধাত্রী, ফুলকি, রাণী ভবানী 5.8
4th •• চিরদিনই তুমি যে আমার, দাদামণি, রাঙামাতি 5.7
5th •• জোয়ার ভাটা 5.6