শেষ সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত জি বাংলার! ‘পরশুরাম’-এর সিংহাসনে ভাগ বসালো ‘পরিণীতা’! জগদ্ধাত্রী ফিরে পাচ্ছে হারানো গতি, ‘ফুলকি’ আর ‘চিরদিনিই’র ঝড়ে তালিকা থেকে ছিটকে গেল ‘রাঙামতি’!

বাংলা টেলিভিশনের টিআরপি (TRP) তালিকা মানেই সাপ্তাহিক উত্তেজনা, সাপ্তাহিক হিসেবনিকেশ। আর এবার সেপ্টেম্বরের শেষ সপ্তাহের তালিকা নিয়ে উত্তেজনার পারদ কিছুটা বেশিই ছিল। বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর প্রকাশিত হল নতুন টিআরপি তালিকা (TRP List), যেখানে দেখা গেল অপেক্ষাকৃত পুরনো ধারাবাহিকগুলি টিকে থাকল সেরার তালিকায়, আর কারা কিছুটা পিছিয়ে পড়ল নতুনরা। তবে এই সপ্তাহে শীর্ষস্থানে বিশেষ চমক রয়েছে! কারা এগিয়ে, আর কারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে?

এই সপ্তাহে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করল দু’টি জনপ্রিয় ধারাবাহিক-জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) এবং স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayak)। একদিকে অন্যায়ের বিরুদ্ধে পারুলের সাহসী অবস্থান আর ‘পরশুরাম’-এর সমাজের অন্ধকারের সঙ্গে লড়াইয়ের বাস্তবতার গল্প একসাথে দর্শকের মন জয় করেছে। ধারাবাহিকগুলোর প্রাপ্ত নম্বর ৬.৫। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ৬.৩ নম্বর নিয়ে।

নারীকেন্দ্রিক থ্রিলার ধাঁচের এই ধারাবাহিকটির টান টেলিভিশনপর্দায় আগেও ছিল, এখনও তা অক্ষুণ্ণ। চরিত্রের দৃঢ়তা আর গল্পের গতি বজায় রেখেই এই ধারাবাহিক আবারও সেরা তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করেছে। এবার তৃতীয় স্থানে রয়েছে যুগ্মভাবে দুই ধারাবাহিক! জি বাংলার আরও দুই জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) এবং ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodinei Tumi Je Amar)। ৬.১ নম্বর নিয়ে এই দুই ধারাবাহিকও নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে।

একদিকে ফুলকির জীবনের সংগ্রাম, অন্যদিকে চিরদিনই-এর আর্য-অপর্ণার ভালোবাসা এবং সম্পর্কের টানাপোড়েন, দুই ধারাবাহিকই দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে নিরন্তর। চতুর্থ স্থানে আছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (Raj Rajeshwari Rani Bhabani)। ৬.০ পয়েন্ট পেয়ে ধারাবাহিকটি প্রমাণ করেছে, ইতিহাসভিত্তিক গল্প আজও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে। রাণীর চরিত্রে সাহস, শাসনক্ষমতা এবং গল্পের গভীরতা এই ধারাবাহিককে তালিকায় স্থান ধরে রাখতে সাহায্য করেছে।

আরও পড়ুনঃ একের পর এক ধারাবাহিকে কাজ, হঠাৎ করেই জন্ডিসে কাবু হয়ে পড়েন অরুণিমা! অসুস্থতা কাটিয়ে দীর্ঘ সাত মাস পর আবার ছোটপর্দায়! নতুন করে ফেরা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী! এবার তাঁকে দেখা যাবে কোন ধারাবাহিকে?

সেরা পাঁচের তালিকায় পঞ্চম স্থানে এসেছে নতুন সংযোজন, জি বাংলার ‘আমাদের দাদামণি’ (Amader Dadamoni)। ৫.৯ পয়েন্ট পাওয়া এই ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকমনে আলাদা জায়গা করে নিচ্ছে। দাদামণির চরিত্র, তার সহজ জীবনদর্শন এবং সম্পর্কের অন্তরঙ্গতা গল্পটিকে আলাদা মাত্রা দিচ্ছে, যা দর্শকদের আকর্ষণ করছে। সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের টিআরপি তালিকা দেখিয়ে দিল-গল্প যতই নতুন হোক, বা পুরনো হোক, দর্শক শেষ পর্যন্ত বেছে নেন এমন কিছু, যা তাঁদের হৃদয়ে দাগ কাটে। দেখা যাক, অক্টোবরের শুরুতে কারা বাজিমাত করে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— BT •• পরিণীতা, পরশুরাম 6.5
2nd •• জগদ্ধাত্রী 6.3
3rd •• ফুলকি, চিরদিনই তুমি যে আমার 6.1
4th •• রাণী ভবানী 6.0
5th •• আমাদের দাদামণি 5.9