একের পর এক ধারাবাহিকে কাজ, হঠাৎ করেই জন্ডিসে কাবু হয়ে পড়েন অরুণিমা! অসুস্থতা কাটিয়ে দীর্ঘ সাত মাস পর আবার ছোটপর্দায়! নতুন করে ফেরা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী! এবার তাঁকে দেখা যাবে কোন ধারাবাহিকে?

জন্ডিসের ধাক্কায় কার্যত জীবন থেকে বিরতি নিতে হয়েছিল অরুণিমা হালদারকে। টানা একের পর এক ধারাবাহিকে কাজ করতে করতে ক্লান্ত শরীর আর মানসিক চাপ সামলাতে পারেননি তিনি। ‘কাজলনদীর জলে’ শেষ হওয়ার পরেই শুরু হয় তাঁর অসুস্থতা। অভিনেত্রী জানান, মারাত্মক জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েন তিনি। শারীরিক দুর্বলতার কারণে তখন আর কাজে ফেরার মতো অবস্থায় ছিলেন না। পরিকল্পনা ছিল কয়েক দিনের বিশ্রাম নেওয়ার, কিন্তু সেই ‘কয়েক দিন’ গড়িয়ে গিয়ে সাত মাসে পৌঁছয়।

অরুণিমা বলেন, “আমার জন্ডিস হয়েছিল। তার পর খুব দুর্বল হয়ে পড়ি। ভেবেছিলাম অল্প সময়ের বিরতি নেব। কিন্তু পরপর ধারাবাহিকে কাজের চাপে শরীর ভেঙে যাচ্ছিল। তাই আরামটাই দরকার ছিল।” যদিও তিনি ‘বিরতি’ শব্দটা ব্যবহার করলেও, দর্শকের কাছে সেটা ছিল হঠাৎ অন্তর্ধান। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, আসলে কি শরীরই একমাত্র কারণ, নাকি অন্য কোনও চাপ? সেই প্রশ্নের উত্তর আপাতত স্পষ্ট নয়।

এবার তিনি ফিরছেন ‘সোহাগে আদরে’ ধারাবাহিকের মাধ্যমে। এখানে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিয়ালে তাঁর নাম ‘সোহাগ’। এক ঘরোয়া অথচ প্রতিবাদী নারীর চরিত্র ফুটিয়ে তুলবেন তিনি। গল্পের শুরু হবে সোহাগ আর সূর্যের বিয়ের পর। সূর্যের চরিত্র একেবারেই বিপরীতমুখী— সম্পর্ক নিয়ে উদাসীন, বিশ্বাসে আস্থা নেই। সেখান থেকেই শুরু হবে দ্বন্দ্ব, আর তার মধ্যেই ফুটে উঠবে সোহাগের ভেতরের লড়াকু সত্তা।

পর্দার বাইরে, অরুণিমার প্রত্যাবর্তন নিয়েও আগ্রহের শেষ নেই। দর্শকরা মনে রেখেছেন তাঁর ‘কঙ্কাবতী’ দিনের জনপ্রিয়তা। আবারও কি সেই জাদু ফিরে আসবে? বড়পর্দা, ওয়েব সিরিজ ও ছোটপর্দা— তিন ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। তবে দীর্ঘ অনুপস্থিতির পরে ছোটপর্দার নিয়মিত দর্শকদের সঙ্গে পুনরায় সংযোগ তৈরি করা সহজ হবে কি না, তা নিয়েই এখন আলোচনা চলছে।

আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পরও অটুট জনপ্রিয়তা! ‘জবা’ থেকে ‘পর্ণা’, অভিনয়ের অমলিন ছাপ, এবার নতুন ধারাবাহিকে আরও চড়া পারিশ্রমিক পেতে চলেছেন পল্লবী শর্মা! অভিনেত্রীর পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ উঠবে কপালে!

তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা শুভরঞ্জন মুখোপাধ্যায়। তাঁদের রসায়ন কতটা জমবে, সেটা নিয়েও কৌতূহল বাড়ছে দর্শকের মনে। তবে একথা অস্বীকার করা যায় না, অরুণিমার এই ফেরা কেবল একটি চরিত্রের জন্য নয়, বরং নিজের লড়াইয়ের প্রতীক। শারীরিক দুর্বলতা, কাজের চাপ আর দর্শকের প্রত্যাশার ভেতর দিয়ে তিনি নতুন করে শুরু করছেন। এই প্রত্যাবর্তন কি তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে? উত্তর মিলবে শিগগিরই।