টিআরপিতে অবিশ্বাস্য রেজাল্ট ‘সন্ধ্যাতারা’র! বেঙ্গল টপার কে? চমকে যাবেন

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাঙালি দর্শকদের কাছে এক বিশেষ দিন। কারণ প্রতি সপ্তাহের এই বিশেষ দিনে টিআরপি ফল প্রকাশিত হয় বাংলা সিরিয়ালের। এর থেকে বোঝা যায় কোন সিরিয়াল কতটা এগিয়ে আছে এবং কে কতটা পিছিয়ে পড়েছে একে অপরের থেকে। এই প্রতিযোগিতায় প্রতি সপ্তাহে এখন ফলাফল পাল্টে যাচ্ছে। মুশকিল হয়ে যাচ্ছে পরের সপ্তাহে কে সেরা স্থান দখল করবে এবং কে পিছিয়ে যাবে।

এবার এই সপ্তাহে চলে এসেছে ফলাফল। এর থেকে জানা যাবে এই সপ্তাহে কে কোথায় রয়েছে এবং সেরা ৫ তালিকা। আগে সপ্তাহে যে ফল ছিল এই সপ্তাহতেও একই ফল হয়েছে কিনা এবার দেখে নেওয়া যাক সেটা।

সবার আগে জেনে নেওয়া যাক কে হয়েছে প্রথম। এবার প্রথম স্থান দখল করে নিয়েছে অনুরাগের ছোঁয়া। মাঝখানে কিছু সপ্তাহ একটু পিছিয়ে পড়েছিল তবে এখন আবার নিজের স্থান দখল করে নিতে পেরেছে এই সিরিয়াল। এরপর রয়েছে জগদ্ধাত্রী। বরাবর এই দুই সিরিয়ালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। এবারেও সেটাই হল। আগের সপ্তাহে এই দুই সিরিয়াল যে স্থানে ছিল এবারেও তাই। এবার রাঙা বউকে সরিয়ে সন্ধ্যাতারা এসে গেছে সেরা পাঁচ তালিকায়। পঞ্চম স্থানে রয়েছে এই সিরিয়াল। আর নিম ফুলের মধু আগের সপ্তাহের মত এই সপ্তাহে আবার চতুর্থ স্থানে।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা পাঁচ:
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৭ Topper
২য় •• জগদ্ধাত্রী ৮.২
৩য় •• ফুলকি ৭.৯
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৮
৫ম •• সন্ধ্যাতারা ৭.৩

Trending ••
রাঙা বউ – ৭.১
লাভ বিয়ে আজকাল – ৬.৩
কার কাছে কই – ৭.১

You cannot copy content of this page