পর্ণা সৃজনের বস হতেই টিআরপি থেকে আউট হরগৌরী পাইস হোটেল! পিছিয়ে গেল কমলা ও শ্রীমান! অনুরাগের ছোঁয়া এবার কোথায়?

প্রতি সপ্তাহে একটা বিশেষ দিন রয়েছে সিরিয়াল প্রেমীদের জন্য যেদিন তাদের মনে ভরপুর টানটান উত্তেজনা দেখা যায়। আর বলার অপেক্ষা রাখে না সেই দিনটি কবে। হ্যাঁ, দিনটি হল আজ অর্থাৎ বৃহস্পতিবার। যারা নিয়মিত বাংলা সিরিয়াল দেখে তাদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই তাদের পছন্দের সিরিয়ালগুলোর ফলাফল নির্ধারণ করা হয়।

টেলিভিশনের ভাষায় এই ফলাফলকে বলা হয় টিআরপি তালিকা। টেলিভিশন রেটিং পয়েন্ট থেকে বোঝা যায় কোন সিরিয়াল কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং দর্শক কতটা সেই সিরিয়াল কে পছন্দ করছে ভাগ গ্রহণ করে নিয়েছে। এই মুহূর্তে জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা, কালার্স বাংলা এবং অন্যান্য বাংলা চ্যানেলগুলো ৯০% ক্ষেত্রে এই টিআরপির উপর নির্ভরশীল। এখান থেকেই তারা নির্ধারণ করে সিরিয়ালগুলো কতটা জমাতে পেরেছে দর্শকদের মন আর কতটা বিনোদন দিতে পেরেছে তাদের।

এবার এসে গেল এই সপ্তাহের টিআরপি তালিকা। দেখে নেওয়া যাক কোন সিরিয়াল কোথায় রয়েছে আর আপনার পছন্দের সিরিয়ালটি কেমন ফল করল সেটাও জেনে নিন। বেশ কিছু চমকে দেওয়ার মত পরিবর্তন এসেছে তালিকায়। প্রথমত অনুরাগের ছোঁয়া তার প্রথম স্থান ধরে রেখেছে আগের সপ্তাহের মতই। তবে এবার চতুর্থ স্থানে আগেরবারের মতো স্টার জলসার হরগৌরী পাইস হোটেল নেই। সেই জায়গায় আছে নিম ফুলের মধু। পঞ্চম স্থান থেকেও আউট স্টার জলসার বাংলা মিডিয়াম। সেখানে আছে শুধু রাঙা বউ।

এদিকে এক্কা দোক্কা জয় ছিনিয়ে নিয়েছে খেলনা বাড়ির থেকে। এবার এক্কা দোক্কা স্লট লিডার হয়ে গেল। তাছাড়াও ওপেনিং স্লট পেয়ে গেল কার কাছে কই মনের কথা। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ জমাতে পারল না এবার।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৭
২য় •• জগদ্ধাত্রী ৭.৯
৩য় •• ফুলকি ৭.৭
৪র্থ •• নিম ফুলের মধু ৭.১
৫ম •• রাঙা বউ ৬.৬

ট্রেন্ডিং:

কার কাছে কই Opening – ৪.৮
কমলা ও শ্রীমান – ৪.৭

খেলনা বাড়ি New Slot – ৫.৩
এক্কা দোক্কা – ৬.০

You cannot copy content of this page