অনুরাগের ছোঁয়া প্রথম, শেষ হওয়ার মুখে সেরা পাঁচে ঢুকলো কে? টিআরপিতে রয়েছে অস্বাভাবিক রদবদল

একটি সিরিয়াল দর্শকদের কতোটা প্রিয় সেটা বোঝা যায় টিআরপি দেখলে। পাশাপাশি কোন সিরিয়াল খেল জমাতে পারছে না সেটাও এই তালিকা ঘাঁটলেই বোঝা যায়। বর্তমানে সিরিয়ালের দুনিয়ায় প্রতিযোগিতা এত বেড়ে গেছে যে নিজেকে সেরা প্রমাণ করার একটাই সূচক হল টিআরপি। এই টিআরপি দুর্বল হলে সেই সিরিয়ালের কপালে শনি নাচতে থাকে।

জি বাংলা থেকে স্টার জলসায় গত বছর থেকে একের পর এক নতুন করুন সিরিয়াল এসেছে এবং পুরনো সিরিয়াল বিদায় নিয়েছে বাধ্য হয়ে অথবা তাদেরকে নিজেদের স্লট ছেড়ে দিতে হয়েছে। এর কারণ হল সেই সিরিয়াল ভালো টিআরপি আনতে পারেনি অর্থাৎ মানুষ তাকে ভালোবাসা দেয়নি। তিন মাস থেকে ৪ মাসের মধ্যেই অনেক সিরিয়াল শেষ হয়ে গেছে। সম্প্রতি আবার স্টার জলসা চ্যানেলের মেয়েবেলা সিরিয়ালের ক্ষেত্রেও এক অবস্থা হল।

এবার এসে গেছে আজকের ফলাফল। দেখা যাক এই সপ্তাহে কে মান রক্ষা করতে পারল আর কোন নতুন সিরিয়াল আবার পুরনোকে টপকে গেল। এবার স্টার জলসার ক্ষেত্রে চমক এসেছে। এতদিন এই সিয়িয়াল শেষ হয়ে যাওয়ার গুঞ্জন চলছিল কিন্তু তার মাঝেই সেরা পাঁচে জায়গা করে নিল হরগৌরী পাইস হোটেল। অনুরাগের ছোঁয়া তার প্রথম স্থান ধরে রেখেছে। তবে গৌরী এল নেই তালিকায়। বদলে দ্বিতীয় স্থানে নতুন শুরু হওয়া ফুলকি। জগদ্ধাত্রী পিছিয়ে তৃতীয় স্থানে গত ৩ সপ্তাহ ধরে।

এদিকে সন্ধ্যাতারা তার অপেনিং স্লট পেয়ে গেছে। গল্প হচ্ছে জমজমাট। অর্থাৎ এবার নজির রাখলো সন্ধ্যাতারা আর ফুলকি।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা পাঁচ:

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৬
২য় •• ফুলকি ৭.২
৩য় •• জগদ্ধাত্রী ৬.৯
৪র্থ •• নিম ফুলের মধু ৬.৫
৫ম •• রাঙা বউ / হরগৌরী পাইস হোটেল – ৫.৯

Trending ••
গৌরী এলো – ২.৮ (নতুন স্লট)
রামপ্রসাদ – ৩.৯
সন্ধ্যা তারা – ৫.০ (ওপেনিং)

You cannot copy content of this page