প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আসলেই বাঙালি দর্শকদের চিন্তা এবং টেনশন বেড়ে যায়। অপরদিকে যারা সিরিয়াল ভালোবাসে তারা এই দিনের অপেক্ষায় থাকে। কারণ এই দিনেই সিরিয়ালের ফলাফল বেরিয়ে আসে। কোন সিরিয়াল দর্শকদের মন জমিয়ে দিতে পেরেছে আর কোন সিরিয়াল ব্যর্থ হয়েছে তাদের গল্প দিয়ে দর্শকদের আকৃষ্ট করতে সেটা আজকের দিনে সামনে আসে।
আজ সেই বৃহস্পতিবার যেদিন বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা প্রকাশিত হয়। এই টিআরপি তালিকা থেকে নির্ধারিত হয় বাংলা সিরিয়ালের ভাগ্য। কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোন সিরিয়াল পিছিয়ে গেল সেটা যেমন বোঝা যায় তার পাশাপাশি আবার এটাও ঠিক করে নেওয়া যায় যে এবার যে সিরিয়াল পিছিয়ে গেল তার ভাগ্যে কী হতে চলেছে। যদিও এটা নির্ধারণ করার দায়িত্ব সিরিয়াল নির্মাতাদের এবং চ্যানেলের, তবে বিগত কয়েক মাস ধরে যা দেখা গেছে তাতে দর্শকরা মোটামুটি বুঝে গেছে যে টিআরপি কম থাকলেই সেই সিরিয়ালের পরিণতি খুব একটা ভালো হয় না।
আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই এবার সরাসরি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কে সেরা পাঁচে ঢুকে গেল আর কাকে সরিয়ে জায়গা করে নিল কোন নতুন সিরিয়াল। এই সপ্তাহের সেরা ৫ তালিকা থেকে যেটা দেখা গেছে সেটা হল একটুখানি অদল বদল হয়েছে। অনুরাগের ছোঁয়া প্রথম স্থানেই রয়েছে। তবে পঞ্চম স্থানে আগের সপ্তাহে স্টার জলসার যে সিরিয়াল ছিল এই সপ্তাহে সেটা আর নেই। বরং তার জায়গায় অন্য সিরিয়াল এসেছে সেই স্থান দখল করে। আগের সপ্তাহে এই স্থানে ছিল হরগৌরী পাইস হোটেল আর এই সপ্তাহে সেই জায়গায় এসেছে বাংলা মিডিয়াম।
হরগৌরী পাইস হোটেল শেষ হয়ে যাওয়ার জল্পনা চলছিল। তার মধ্যেই আগের সপ্তাহে সেরা পাঁচে উঠে আবার পরের সপ্তাহেই হারিয়ে গেল। তাই এই সিরিয়ালের ভক্তদের মনে একটা আশঙ্কার উদ্রেক হয়েছে। এছাড়া দ্বিতীয় স্থানে আগের সপ্তাহেও ছিল ফুলকি আর এই সপ্তাহে এক জায়গায় শুধু নয় তার পয়েন্টও আগের থেকে বেড়ে গেছে।
এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা পাঁচ:
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.১
২য় •• ফুলকি ৭.৪
৩য় •• জগদ্ধাত্রী ৭.৩
৪র্থ •• নিম ফুলের মধু ৬.৭
৫ম •• বাংলা মিডিয়াম ৬.৩