TRP: জ্যাস সান্যাল আর পর্ণা তাড়িয়ে দিল অনুরাগের ছোঁয়াকে! শিমুল-তোমাদের রানী সুপারহিট টিআরপিতে

বাংলা টেলিভিশনের প্রতিটি ধারাবাহিক থেকে নন ফিকশন অনুষ্ঠান সব ক্ষেত্রে একমাত্র প্রভাব ও প্রতিপত্তি রয়েছে টিআরপির। এই স্কোর যে সিরিয়ালের যত বেশি তার ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল এমনটা বলাই বাহুল্য। সেই টিআরপি ফলাফল আমরা জানতে পারি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। তবে মাঝে মাঝে বিশেষ কিছু ছুটির কারণে বৃহস্পতিবার নয় শুক্রবার প্রকাশ করা হয় এই তালিকা।

গত দশ মাসের বেশি সময় ধরে টিআরপি তালিকা দখল করে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়াল। এরপর দৌড়ে এগিয়ে এসেছে জি বাংলার জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু। ওদিকে এখন আবার স্টার জলসার তোমাদের রানী, সন্ধ্যাতারা, লাভ দিয়ে আজকাল এই নতুন শুরু হওয়া সিরিয়ালগুলো বেশ ভালো জনপ্রিয় হয়ে উঠেছে যে তার প্রমাণ দেখা যাচ্ছে টিআরপি ফলাফল থেকে। অন্যদিকে জি বাংলার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলো যেমন ইচ্ছে পুতুল বা কার কাছে কই মনের কথা ব্যাপক ফল দিচ্ছে টিআরপিতে।

আবার দেখা গেছে কিছু কিছু সিরিয়াল নিয়ে দর্শকরা ভালো আশা করেছিল কিন্তু সেগুলো আশানুরূপ ফল দিতে পারেনি। এর মধ্যে অবশ্যই বলতে হবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের কথা। এখন যে গল্প চলছে সেই অনুযায়ী আশা করা হয়েছিল হয়তো এবার আবার টিআরপিতে সবার সেরা স্থান দখল করে নেবে দীপা। কিন্তু সেটা করতে এই সিরিয়াল ব্যর্থ চরমভাবে।

তবে এবার আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কোন সিরিয়াল হয়েছে এই সপ্তাহে বেঙ্গল টপার আর কে পিছিয়ে পড়েছে এই প্রতিযোগিতায়। প্রথম স্থানে যুগ্মভাবে রয়েছে নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী। এরপর রয়েছে ফুলকি। অনুরাগের ছোঁয়া এবং কার কাছে কই মনের কথা তৃতীয় স্থানে। অনুরাগের ছোঁয়া আগের সপ্তাহে চতুর্থ স্থানে ছিল। এবার চতুর্থ স্থানে তোমাদের রানী। এবার সন্ধ্যাতারাকে সরিয়ে পঞ্চম স্থানে খাতা খুলে ঢুকে পড়েছে গীতা এলএলবি।

এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা পাঁচ:

1st •• নিম ফুলের মধু / জগদ্ধাত্রী ৮.১
2nd •• ফুলকি ৭.৬
3rd •• অনুরাগের ছোঁয়া / কার কাছে কই ৭.২
4th •• তোমাদের রাণী ৬.৪
5th •• গীতা LLB. – ৬.২

Trending ••
ইচ্ছে পুতুল – ৫.৯

You cannot copy content of this page