স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui shalik) দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে। দুই যমজ বোন আঁখি ও ঝিলিকের জীবনের জটিল সম্পর্ক, তাদের পরিচয় লুকানোর খেলা আর নাটকীয় টানাপোড়েন এই সিরিয়ালের প্রতিটি পর্বকে করে তুলছে আরও চমকপ্রদ। প্রেম, প্রতারণা, এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনে ভরপুর এই গল্পে প্রতিটি মোড় দর্শকদের ধরে রাখতে বাধ্য করছে। একইরকম দেখতে দুই বোনের দ্বন্দ্ব এবং তাদের জীবনের অভাবনীয় ঘটনাগুলি দর্শকদের মনোরঞ্জনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সম্প্রতি এক পর্বে দেখা যায়, দেবার সামনে হঠাৎ ঝিলিক হাজির হলে দেবা তাকে চিনতে পারে। সেই মুহূর্তে গৌরব তাদের একসঙ্গে দেখে ভাবে, আঁখি তাকে ছেড়ে দেবার কাছে চলে এসেছে। এই ভুল বোঝাবুঝির ফলে গৌরবের মনে আঁখির প্রতি অভিমান জন্মায় এবং সে ঝিলিককে জানিয়ে দেয় যে, তাদের সম্পর্ক আর কখনোই ঠিক হবে না। এরপর ঝিলিক সিদ্ধান্ত নেয় দেবাকে পুরো সত্যি জানাবে যে, সে এবং আঁখি যমজ বোন।
ঠিক তখনই দেবা, আঁখি এবং ঝিলিককে একসঙ্গে দেখে চমকে ওঠে। দুইজনকে একদম একরকম দেখতে পেয়ে দেবা হতবাক হয়ে যায়। ঝিলিক দেবাকে জানায়, সে আসলে আঁখি নয় এবং দেবা আসলে আঁখিকে বিয়ে করেছে। কিন্তু দেবা জানায়, সে শুধুমাত্র ঝিলিককেই ভালোবাসে। ঝিলিক তাকে বোঝায়, যদিও সে ঝিলিকের রূপে ছিল, দেবা আসলে আঁখির নম্র স্বভাবের প্রেমে পড়েছিল। ঝিলিক আরো জানায়, তার বিয়ে গৌরবের সঙ্গে হয়েছে।
অন্যদিকে, পিআরকেএবং গোড়ার মধ্যে সন্দেহ তৈরি হয় আঁখি ও ঝিলিকের পরিচয় নিয়ে। পিয়ার গোড়াকে জানায়, সম্প্রতি এক কার্নিভালে সে গৌরব এবং আঁখিকে একসঙ্গে দেখেছে। তবে আঁখি যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। এছাড়াও পিআরকে যেদিন বস্তিতে আগুন লাগানোর সিদ্ধান্ত নেয় সেদিনকেই ভিডিও কলের ওপার থেকে আঁখিকে দেখতে পায় এবং ভিডিও কলের এপারে আঁখি আবার চা নিয়ে এসে হাজির হয়, একই মানুষ কীভাবে দুই জায়গায় থাকতে পারে, তা নিয়ে পিআরকে এবং গোড়া সন্দিহান।
আরও পড়ুনঃ ৩৪ বছরের অভিনয় জীবনে আজ অন্ধকার! কর্মহীন ‘সাধক বামাক্ষ্যাপা’ খ্যাত অরুণ সাহা, অর্থকষ্টে বিধ্বস্ত অভিনেতা
এদিকে, গৌরব ভাবতে থাকে, আঁখি হয়তো তাকে ঠকিয়েছে। যদিও দেবা আঁখি এবং ঝিলিকের সত্যিটা জেনে গেছে, গৌরব এখনো সেই গোপনীয়তা জানে না। নীলিমা রেবতিকে দেখে চমকে ওঠে, যা গল্পে নতুন মোড় আনতে পারে। এখন দেখার অপেক্ষা, গৌরব কি সত্যিটা জানতে পারবে? দেবা কি আঁখিকে তার স্ত্রী হিসেবে মেনে নেবে? উত্তর জানতে চোখ রাখুন ‘দুই শালিক’-এর পরবর্তী পর্বে।