“চিরসখা আরেকটা গানের ওপারে হতে চলেছে”, ‘চিরসখা’য় মজে বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী, সুদীপের অভিনয়ে মুগ্ধ তিনি !

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘চিরসখা’ (Chirosakha) সম্প্রতি শুরু হওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে, যেখানে “কমলিনী” অপরাজিতা ঘোষ দাসের (Aparajita Ghosh Das) বিপরীতে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) “স্বতন্ত্র”। সুদীপ এতদিন খল চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন, কিন্তু এই ধারাবাহিকে তিনি একেবারে ভিন্নধর্মী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

এই নতুন চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে।সুদীপের এই নতুন ভূমিকায় অভিনয় দর্শকদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেন, ‘সত্যিই খুব সুন্দর অভিনয় করছেন, দাদা।’ আরেকজন লেখেন, ‘সত্যিই চিরসখাতে আপনার উপস্থিতি অন্য মাত্রা দিয়েছে সিরিয়ালটাকে।’ এই প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে, সুদীপের নতুন চরিত্রে অভিনয় দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে।

ধারাবাহিকটি মূলত কমলিনী ও স্বতন্ত্রর সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কমলিনী, এক দৃঢ়চেতা ও আত্মনির্ভরশীল নারী, যে নিজের জীবনের কঠিন বাস্তবতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করে। অন্যদিকে, স্বতন্ত্র একজন আদর্শবাদী ব্যক্তি, যার চিন্তাভাবনা এবং জীবনদর্শন কমলিনীর থেকে কিছুটা ভিন্ন। তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব, এবং টানাপোড়েনের এক অনন্য মেলবন্ধন দেখা যায়।

কখনও একে অপরের পরিপূরক, আবার কখনও মতপার্থক্য। সম্প্রতি সুদীপের এই অভিনয় প্রশংসিত হয়েছে বর্ষীয়ান অভিনেতা ‘দুলাল লাহিড়ি’র (Dulal Lahiri) কাছ থেকেও। সুদীপের কাছে পাঠানো এক মেসেজে দুলাল লাহিড়ি লেখেন, ‘চিরসখায় দুর্দান্ত অভিনয় করছ। খুব ভালো। যত এপিসোড এগোচ্ছে তত ভালো হচ্ছে। আরেকটা “গানের ওপারে” হতে চলেছে, বা তার থেকেও ভালো হবে।’ এই প্রশংসা পেয়ে সুদীপ আপ্লুত হয়ে ফেসবুকে সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন।

সেখানে লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) , স্টার জলসা ও দর্শকদের ধন্যবাদ জানান। দুলাল লাহিড়ি আরও লেখেন, ‘অন্তর থেকে আশীর্বাদ করি একজন বুদ্ধিমান অভিনেতা হতে পারবি। এ সুযোগ জীবনে বারবার আসে না। আশা করি সেই সুযোগটা তুই একজন বিচক্ষণ মানুষ হিসেবে বুঝতে পারবি।’ এই মন্তব্যে স্পষ্ট, সুদীপের অভিনয় দক্ষতা এবং চরিত্রের গভীরতা দুলাল লাহিড়িকে মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ শুভর কানের দুল হাতে নিয়ে পুরনো কিছু মনে করার চেষ্টা আদৃতের, তবে কি এবার সমস্ত স্মৃতি শক্তি সামনে আসতে চলেছে?

ধারাবাহিকের গল্প যত এগোচ্ছে, ততই কমলিনী এবং স্বতন্ত্রর সম্পর্কের নতুন নতুন দিক উন্মোচিত হতে থাকছে, যা দর্শকদের আকর্ষণ করে রেখেছে। এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেছিলেন চিরাচরিত ধারার বাইরে বেরিয়ে নতুন সম্পর্কে সংজ্ঞা দেবে এই ‘চিরসখা’ ধারাবাহিক। প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। সুদীপ মুখোপাধ্যায়ের এই নতুন চরিত্রে অভিনয় আপনাদের কেমন লাগছে?