‘এ মা এ কি কান্ড! এই প্রথম দেখলাম মা ছেলেকে ফোঁটা দিচ্ছে!’— পর্দায় খারাপ সম্পর্ক হলেও বাস্তবে ভাইবোনের দারুণ সম্পর্ক ‘চিরসখা’র কমলিনী-বুবলাইয়ের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপরাজিতা-ভিভানের ভাইফোঁটার ভিডিও!

ধারাবাহিকে তাঁরা মা-ছেলের চরিত্রে অভিনয় করছেন, কিন্তু বাস্তবে তাদের বয়সের পার্থক্য ততটা নয়। তবুও চরিত্রের প্রয়োজনে দুজনেই দারুণভাবে ফুটিয়ে তুলছেন সেই সম্পর্কের টানাপোড়েন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’য় (Chiroshokha) কমলিনী (Aparajita Ghosh Das) আর বুবলাই (Vivaan Ghosh) এখন বাংলা টেলিভিশনের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি। পর্দায় দেখা যায়, নিরীহ কমলিনীর উপর তার বড় ছেলে বুবলাই প্রায়ই মানসিক অত্যাচার চালায়, আর সেটাই নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন দর্শকরা।

চরিত্রের বাস্তবতার জন্য দর্শকের এই প্রতিক্রিয়াই প্রমাণ করে, অভিনয় দিয়ে তারা কতটা বিশ্বাসযোগ্য করে তুলেছেন নিজেদের। তবে, পর্দায় যতটা তিক্ত সম্পর্ক দেখানো হয়, বাস্তবে তাদের সম্পর্ক সবচেয়ে বেশি মধুর। এদিন সমাজ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেল— অপরাজিতা ঘোষ দাস স্নেহভরে ভাইফোঁটা দিচ্ছেন তাঁর সহ-অভিনেতা ভিভান ঘোষকে। সেই দৃশ্যে একেবারে উল্টো ছবি— পর্দার জটিল সম্পর্কের বাইরে এক আন্তরিক, বন্ধুত্বপূর্ণ বন্ধন।

ফোঁটা নেওয়ার পর ভিভান যখন শ্রদ্ধা জানিয়ে নমস্কার করতে যায়, অপরাজিতা হেসে তা নিতে অস্বীকার করেন। সেই ছোট্ট মুহূর্তে ধরা পড়েছে তাদের বাস্তব জীবনের সহজ সম্পর্ক, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। অবশ্য প্রশংসার পাশাপাশি মজার মন্তব্য আর ঠাট্টা-বিদ্রুপও দেখা গেছে সমাজ মাধ্যমে। কেউ বলেছেন, “পর্দায় এত নিষ্ঠুর ছেলে, বাস্তবে আবার এত আদুরে ভাই!” একজন বলেছেন, “মা ছেলে কে ভাইফোঁটা দিচ্ছে এই প্রথম দেখলাম!” অন্যজন বলেছেন, “ও মা, ও কী কথা!

তাহলে ছেলেকেও ভাইফোঁটা দেওয়া যায়?” কেউ আবার খুশি যে শিল্পীরা চরিত্রের বাইরে এত সুন্দর সম্পর্ক বজায় রাখেন। তাই এসব ব্যাঙ্গকে অযৌক্তিক বলে কিছু মানুষ সমর্থন করে বলেছেন, “দেখে বুঝলাম সবাই তাদের পর্দার জীবন নিয়েই পরে আছে! ওনারা তো সিরিয়ালে মা-ছেলে কিন্তু বাস্তবে তো নয়, আজব দুনিয়া!” কেউ বলেছেন, “এই ভিডিও না দেওয়াই ভালো ছিল। এতে চরিত্রের প্রতি মানুষের যে শ্রদ্ধা সেটা কিছু তাহলেও আঘাত পেলে।”

আরও পড়ুনঃ “আগে মা-বাবারা গল্প পড়ে শোনাতেন, এখন বাচ্চারা বিরক্ত করলেই মোবাইল ধরিয়ে দেয়!” “বাচ্চারা চুপ করলেও জ্ঞানের বিকাশ কি হয়?”— বর্তমান প্রজন্মের অভিভাবকদের সংবেদনশীলতা নিয়ে খোঁচা শ্রীকান্ত আচার্যের! প্রজন্মের বদলে যাওয়া শিক্ষার ধরণেও কি খেদ পড়ছে?

অধিকাংশ মানুষই মনে করছেন, যখন কোন ধারাবাহিক জনপ্রিয়তার শীর্ষে থাকে, তখন চরিত্রগুলোর সঙ্গে মানুষ এতটাই একাত্ম হয়ে পড়ে যে, তারা বাস্তবেও সেই সম্পর্ক গুলোকে টেনে আনেন। সেই দিক থেকে এমন কোন ভিডিও, চরিত্রগুলোর সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে। তবে, অপরাজিতা আর ভিভানের এই বন্ধন প্রমাণ করলেন, ক্যামেরা বন্ধ হলেই চরিত্রের দেওয়াল ভেঙে গিয়ে সেখানে জায়গা করে নেয় সত্যিকারের মমতা।