কবে আসছে প্রতীক সেন অভিনীত স্টার জলসার নতুন ধারাবাহিক উড়ান? প্রকাশ্যে এলো সম্প্রচারের তারিখ-সময়!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে একের পর এক নতুন চমক। স্লট হারিয়ে ফেলা ধারাবাহিকগুলিকে পর্দায় থেকে বিদায় জানিয়ে চ্যানেল নিয়ে আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থার একের পর এক নতুন ধারাবাহিক আর সেই ধারাবাহিকগুলোর হাত ধরেই পর্দায় ফিরছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতারা। ইতিমধ্যেই স্টার জলসায় শুরু হয়েছে টেন্ট সিনেমার বঁধুয়া যার মাধ্যমে পর্দায় ফিরছেন অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ।

তবে বঁধুয়া ছাড়াও গতমাসে স্টার জলসার পর্দায় পরপর শুরু হয়েছে দুটি নতুন ধারাবাহিক। শুরু হয়েছে সুরেন্দির ফিল্মসের নতুন ধারাবাহিক ভক্তির সাগর যার মাধ্যমে বহুদিন পর পর্দায় ফিরেছেন অভিনেতা ঋজু বিশ্বাস। এছাড়াও শুরু হয়েছে ম্যাজিক মোমেন্টদের নতুন ধারাবাহিক রোশনাই। রোশনাইয়ের হাত ধরে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ২ বছর পর পর্দায় ফিরেছেন অভিনেতা শন ব্যানার্জী। হিন্দি ধারাবাহিক ঝনকের আদলে নির্মিত এই ধারাবাহিকটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী।

পর্দায় আসছে নতুন ধারাবাহিক উড়ান (Uraan)

তবে এসেছে নতুন আপডেট। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিকে উড়ান। সুরিন্দর ফিল্মসের প্রযোজিত এই নতুন ধারাবাহিকটির মাধ্যমে পর্দায় ফিরছেন সকলের প্রিয় শঙ্খ স্যার ওরফে অভিনেতা প্রতীক সেন। বহু বছর পর অভিনেতার প্রথম ধারাবাহিক খোকাবাবুর মতো তার লুক, বড় বড় চুল দেখে ধারাবাহিক নিয়ে বেশ উৎসাহী দর্শকরা। ধারাবাহিকে প্রতীকের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস।

ফুল বিক্রেতা পূজারিণীর সঙ্গে মহারাজের কাহিনী ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের। ইতিমধ্যেই পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকের দুটি প্রোমো। সারাক্ষণ মদ্যপ অবস্থাতেই দেখা গেছে ধারাবাহিকের নায়ক মহারাজকে। যদিও গ্রামের শিক্ষক বলেছেন একসময় অত্যন্ত মেধাবী ছাত্র ছিল মহারাজ। স্কুল জীবনেও সর্বদা শীর্ষ নম্বর পেয়ে এসেছে সে। কিন্তু হঠাৎ কি এমন ঘটল মহারাজের জীবনে যে বদলে গেল তার গোটা জীবন? ধারাবাহিকের প্রথম ঝলক মুক্তি পাওয়া সঙ্গে সঙ্গে প্রতীক সেনের অনুরাগীরা অপেক্ষা করছিলেন ধারাবাহিকের মুক্তির সময় তারিখ জানার জন্য।

আরও পড়ুনঃ মিশকা, পৃথার দিন শেষ! সেনগুপ্ত বাড়িতে আসল নয়া শত্রু, সূর্যের নামে আসা পার্সেল খুলতেই বড় ধামাকা

কোন সময় সম্প্রচারিত হতে চলেছে উড়ান?

শোনা যাচ্ছিল সুরিন্দর ফিল্মসের আরেকটি ধারাবাহিক ভক্তির সাগর বিদায় নেবে পর্দা থেকে আর তার জায়গায় নেবে উড়ান। কিন্তু অনেকের মনের দ্বিধা ছিল যে তবে কি বিকেল সাড়ে ৫টার স্লটে আসবে নতুন ধারাবাহিকটি? জানা গেছিল আইপি এলের কারণেই ধারাবাহিকের তারিখ জানাচ্ছেন না প্রযোজনা সংস্থা। তবে এবার অবশেষে বহু প্রতীক্ষার অবসান জানা গেছে ধারাবাহিকের তারিখ ও সময়। ২৭শে মে থেকে রাত ৮টায় আসছে উড়ান। তবে কি এবার শেষ হয়ে রোহান ভট্টাচার্য, নবনীতা দাস এবং অঙ্গনা রায়ের ধারাবাহিক তুমি আসে পাশে থাকলে? নাকি বদলে যাবে ধারাবাহিকের সময়? আপনাদের কি মনে হয়?

You cannot copy content of this page