যাকে এতদিন মায়ের মতো ভেবেছিল, তিনিই আসলে নিজের মা! বড় রানীর জীবন ফিরে পেতে, মা কালীকে বুক চিড়ে র’ক্ত দিল ফুলকি! মাকে পেল ফুলকি, কিন্তু কি এবার হারাবে তাঁর জীবনের সবটুকু?

জি বাংলার ‘ফুলকি’তে (Phulki) আজকের পর্বের শুরুতেই দেখা যায় ডাক্তার এসে জানান বড় রানীর অবস্থা সঙ্কটজনক আর সেই কথা শুনে ছোট রানী ফুলকিকে দোষারোপ করতে থাকেন। ছোট রানী বলেন, একবার বড় রানী সুস্থ হয়ে যাক তারপর তিনি সবাইকে প্রমাণ করে দেবেন, যে বড় রানীকে ফুলকি টাকার লোভে অপহরণ করিয়েছিল। ফুলকি রেগে গেলেও, বড় মায়ের পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু বলে না।

এদিকে বড় রানীর অপরেশন চলছে, অন্যদিকে ফুলকি ছুটে যায় কালী মন্দির। সেখানে গিয়েই ফুলকি কান্নায় ভেঙে পড়ে, এমন সময় এক ভৈরবী সেখানে উপস্থিত হন। ফুলকিকে কাঁদতে দেখে তিনি কারণ জিজ্ঞেস করেন। ফুলকি বলে তাঁর একজন খুব কাছের মানুষের অপরেশন চলছে, ডাক্তার কোনও আশা দিচ্ছেন না। ফুলকি আরও বলে, বড় মা তাঁর নিজের কেউ নন তাও কেন তাঁর জন্য এত কষ্ট হচ্ছে?

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

ভৈরবী বলেন, তাঁর কারণ এতোদিন ধরে ফুলকি যাকে খুঁজছিল, তাঁকে অবশেষে পেয়ে গেছে। আর কাছের মানুষকে ফিরে পেয়ে হারানোর কষ্ট তো কিছু কমও না। ফুলকি কিছুই বুঝতে পারে না ভৈরবীর কথা, তিনি সেখান থেকে যাওয়ার আগে ফুলকিকে বলেন, কালী মাকে প্রশ্ন করতে। তাঁর কাছেই ফুলকির সব প্রশ্নের উত্তর আছে। ভৈরবীর কথা মতো ফুলকি মা কালীকে জানতে চায়, কি ফিরে পেয়ে আবার হারাচ্ছে।

অনেকক্ষণ ভাবার পর ফুলকির মনে পড়ে, বড় রানীর সঙ্গে তাঁর অদ্ভুত রকম মিল আছে। এমনকি রক্তের গ্রুপও এক, দেখতেও এক আর দুজনেই কেউ মেয়েকে খুঁজছে আর কেউ মাকে। দুয়ে দুয়ে চার করে ফুলকি বুঝে যায়, বড় রানী হচ্ছে তাঁর আসল মা। নিজের মাকে ফিরে পেতে ফুলকি বুক চিড়ে র,ক্ত দান করে মা কালীকে। এদিকে ছোট রানী রুদ্রকে ফোন করে দুষতে থাকেন বড় রানীকে মারার জন্য।

রুদ্র বলে, সে ফুলকিকেই মারতে গেছিল কিন্তু শেষ মুহূর্তে বড় রানী সামনে চলে আসেন। ছোট রানীর ভয় হয়, যদি বড় রানী মারা যান তবে পাঁচশো একর জমিও হাতছাড়া হবে। তড়িঘড়ি কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু রোহিত আপত্তি করে বলে যে এতক্ষণ যখন বড় রানীর দায়িত্ব সে আর ফুলকিই নিয়েছে তখন তারাই ঠিক করবে বড় রানী কোথায় থাকবে।

আরও পড়ুনঃ আদি মোহনার সন্তানের বাবা বিশ্বাস করতে পারছে না শুভ! ঘটনা সবার সামনে আসতেই শুভর হাতে চড় খেলো আদি! তবে, কি এবার রায় দম্পতির সম্পর্কে ভাঙন ধরবে? 

ডাক্তার বেরিয়ে এসে জানান, বড় রানীর অবস্থা এখন স্থিতিশীল। রোহিত এই খবরটা ফুলিকে দিয়ে ছুটে যায়, ফুলকি রোহিতকে সবটা বলে যে বড় রানী তাঁর মা। সেটার প্রমাণ করার জন্য সে একটা ডিএনএ টেস্ট করতে চায়। এরপর ঠাকুরের ফুল এনে মাথায় ছুঁয়ে দেয় বড় রানীর। ফুলকি যে নিজের জন্মসত্য জেনে ফেলেছে, ছোট রানী যদিও এই বিষয় কিছুই জানেন না। জানলে কি করবেন তিনি? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।

You cannot copy content of this page