বাদাম কাকুও বৌকে নিয়ে করেছিলেন হানিমুন! সেই গল্প এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি স্টার জলসা চ্যানেলের শুরু হয়েছে একটি রিয়ালিটি শো ইস্মার্ট জোড়ি। এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন সুপারস্টার জিৎ। খেলায় অংশগ্রহণ করেছেন বিখ্যাত কিছু তারকা দম্পতি। টলিউড এবং টেলিভিশনের পর্দায় তাঁরা সকলেই জনপ্রিয়। তবে সকলের মধ্যে নজর কেড়েছে বাদাম কাকুর উপস্থিতি। কাঁচা বাদাম বিক্রি করতে গিয়ে গানের সুরে তা বিক্রি করে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর।

সেই থেকে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটি হয়ে ওঠেন তিনি। বেশ কিছু নতুন গান রেকর্ড করেছেন। পাশাপাশি এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পেয়েছেন তিনি নিজের স্ত্রীর সঙ্গে।

অনুষ্ঠানে আসার পর জীবনের বেশ কিছু অজানা কাহিনী উঠে এসেছে সামনে। হানিমুনের গল্প উঠে এলো এবার। বাদাম কাকুর নিজের স্ত্রী আদুরীর সঙ্গে হানিমুনে গিয়েছিলেন সিনেমা দেখতে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

বাদাম কাকু নিজের মুখে গল্প বলতেই সকলে হেসে ওঠেন। তিনি জিতের সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলে নিজের স্ত্রীকে। আর সিনেমায় জিৎ কেমন নেচেছিলেন সেটাও নেচে দেখিয়েছেন ভুবন।

একটি গানের মাধ্যমে এতটা ভাইরাল হয়ে যাবেন সেটা স্বপ্নেও ভাবেননি বাদাম কাকু। অথচ আজ বড় বড় তারকারাও তাঁর সঙ্গে এই গানে নেচেছেন এবং ভিডিও তৈরি করেছেন। মাঝখানে আবার দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। তবে সেখান থেকে সুস্থ হয়ে ফিরে এসে স্ত্রীর সঙ্গে জিতের এই অনুষ্ঠানে নতুন রূপে ধরা দিয়েছেন বাদাম কাকু।

You cannot copy content of this page