বলিউডের একটি গানে এবার দেখা যাবে টলিউড অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জিকে। গানের কথা লিখেছেন জাভেদ আখতার। গানের নাম ‘দ্য লিভ ইন সং’। মোহিত চৌহান এবং নিকিতা গান্ধী এই গান গাইছেন। ভিডিও নির্দেশনা করছেন কমান্ডো ৩ এর পরিচালক আদিত্য দত্ত।
ভিডিওটি পোল্যান্ডের শুট হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। কিন্তু মহামারীর কারণে ভারতে শুটিং করা হয়েছে। উত্তরাখণ্ডের মুসৌরিতে হয়েছে শুট। বলি নায়ক এহান ভট্টের সঙ্গে প্রেম করবেন বিবৃতি। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে ব্রোকেন বাট বিউটিফুল- এ অভিনয় করেছেন বিবৃতি। আর তারপর বলিউডেও তাঁর অনুরাগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যম নায়িকার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন প্রযোজনা সংস্থা সারেগামার সঙ্গে আগেও তিনি কাজ করেছেন। এলো দুগ্গা এলো রে ছিল পুজোর গান। এবার হিন্দি ভাষার গানে অভিনয় করছেন তিনি।
সারেগামা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছে। শুট করার সময় বিবৃতির একটিমাত্র সমস্যা হয়েছিল। প্রায় ১ ডিগ্রী সেলসিয়াসে খোলামেলা পোশাক পড়ে রীতিমতো কেঁপে যান গিয়েছিলেন। বৃহস্পতিবার এই গানের ভিডিও পোস্টার মুক্তি পেয়েছে।
View this post on Instagram
“চারপাশ থেকে যা খবর…দক্ষিণী স্টাইলে ঝুলন সাজানো দেখতেই যদি চান, ‘রঘু ডাকাত’ দেখুন!”— দেবযে নিয়ে ফের কুণাল ঘোষের খোঁচা! দলীয় সাংসদকেই কেন নিশানায় রাখছেন তিনি? তবে শুধুই ছবি, নাকি পিছনে রয়েছে কোনও রাজনৈতিক কারণ?— প্রশ্ন উঠছে নেটপাড়ায়!