সংসারে লেগেছে অশান্তি, মিঠুন চক্রবর্তীর বড় বৌমাকে নিয়ে সবাই নাজেহাল! ভাঙছে সংসার?

আজকালকার দিনে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বৌমাদের সাংসারিক ঝামেলা যেন নিত্য দিনের কাহিনী। প্রায় প্রত্যেকটা বাড়িতেই লেগে থাকে কিছু না কিছু নিয়ে ঠোকাঠুকি। কখনও সেই ঠোকাঠুকির পর্যায় এতটাই বেড়ে যায় যে ভাঙন ধরে পরিবারে। এই চিত্র কেবল সাধারন বাড়িতেই দেখা যায় তা নয়, তাবড় তাবড় বিভিন্ন ক্ষেত্রে থাকা বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতেও এই দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায়।

আচ্ছা জানেন কি, মাদালাস শর্মা কে? রয়েছে এই ব্যক্তির বিনোদন জগতের সঙ্গে গভীর সম্পর্ক। শোনা যায় গ্র্যান্ড মাস্টার অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সঙ্গে রয়েছে আত্মীয়ের সম্পর্ক। এই দুই ব্যক্তি সম্পর্কে একে অপরের শ্বশুর এবং বৌমা হন। অন্যদিকে মাদালাস একজন স্টারকিডও বটে। মাদালাসের বাবা বলিউডের অন্যতম উল্লেখযোগ্য পরিচালক এবং প্রযোজক সুভাষ শর্মা। মাদালাসের বয়স ৩১ বছর।

বলিউডের পরিচালকের মেয়ে হওয়া সত্ত্বেও শশুর ঔবাড়িতে তাকে উঠতে বসতে কথা শুনতে হয়, কিন্তু কেন? ডিসকো কিং মিঠুন চক্রবর্তীর বাড়িতেও দেখা মেলে সংসারে চলতে থাকা নানান ঠোকাঠুকির দৃশ্য। প্রসঙ্গত বলা যায়, মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় অর্থাৎ মিমোর স্ত্রী হলেন মাদালাস। মাদালাসের ছোট থেকে ইচ্ছা ছিল অভিনেত্রী হবার। মুম্বাইয়ের মিঠিবাই কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

আরও পড়ুনঃ দেবের ছবি থেকে বাদ পড়লেন বাংলার নায়িকা শ্বেতা, নায়ক মজে বাংলাদেশি নায়িকায়

২০১৮ সালে মহাক্ষয় এর সঙ্গে মাদারাসের বিয়ে হয়। বর্তমানে মাদালাস একজন সুপরিচিত অভিনেত্রী। কিন্তু জীবনে এত কিছু ভালো দিক থেকেও সংসারে লেগে রয়েছে আগুন, কেন হয়ে উঠেছেন সবার চক্ষুসূল? বর্তমানে অভিনেত্রী নিজের বাড়ির ভিলেন না হলেও হিন্দি সিরিয়াল অনুপমায় তিনি একজন নেতিবাচক চরিত্রের মহিলার চরিত্রে অভিনয় করছে, আর যাঁর জেরে এত কান্ড। বাংলার শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি ভাষার অনুপমাতে তিনি জুন আন্টি চরিত্রে অভিনয় করছেন। আর সেই কারণেই লোকসমাজে অনেক সমালোচিত হয়ে থাকেন। বাস্তব অভিনয় এবং অভিনয় জগতের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেন অনেকেই। কিন্তু সেই সমালোচনা অভিনেত্রী গায়ে না মেখে তা ভালোভাবেই উপভোগ করেন।