রিয়ালিটি শোয়ের মঞ্চেই মিঠুনকে ছোট্ট শিশু বানিয়ে দিলেন কমেডিয়ান ভারতী! হলোটা কী?

বাংলার ড্যান্সার দাদা মিঠুন চক্রবর্তী। তবে একটা গোটা সময় তাঁকে বাংলায় দেখা যাচ্ছে না। এখন নাকি বেশ একটু অসুস্থ থাকেন তিনি। কিছু মাস আগে নর্থবেঙ্গলে হোটেল কেনার সূত্রে দেখা যায় তাঁকে। আবার ২০২১ এর ভোটের আগেও তাঁকে কয়েকবার প্রচার সারতে দেখা গেছে। এবার তাঁকে দেখা যাচ্ছে একটি শোয়ে। সেখানে বিচারক হয়ে এসেছেন মিঠুন।

‘হুনরবাজ: দেশ কি শান’ নামক হিন্দি ভাষার রিয়ালিটি শোতে বিচারক হয়েছেন মিঠুন। এই শোতেই সঞ্চালিকা হিসেবে দেখা যাচ্ছে কমেডিয়ান ভারতী সিংয়ের কামাল। শুধু তিনিই নন, তাঁর স্বামী হর্ষকেও এই শোতে সঞ্চালনা করতে দেখা গেছে।

ভারতী এই মুহূর্তে গর্ভবতী। সাত মাসের প্রেগন্যান্ট অবস্থাতেই দিব্যি হেসে খেলে এই শোয়ের সঞ্চালনা করছেন ভারতী সিং। আর এই বিষয়ে তাঁর দাবি ছিল, তিনিই প্রথম যে সাত মাসের গর্ভাবস্থা নিয়েও কাজ করছেন। তবে ভারতী মানেই সেখানে হাসির রোল উঠবেই। কিন্তু দাদার সঙ্গে ঠাট্টা? এমনটাই করলেন মিঠুনের সঙ্গে ভারতী।

মিঠুনকে বাইরে থেকে দেখলে বেশ শক্ত মনের মনে হয় তবে তিনিও মজা করতে ভালোবাসেন। এর আগেও বিভিন্ন রিয়্যালিটি শোয়ে তাঁর মজার কীর্তি আমরা দেখেছি। এবার ভারতী তাঁকে এক লহমায় শিশু বানিয়ে দিলেন। ভারতী সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে মিঠুনের একটি ভিডিও পোস্ট করেন। বাচ্চাদের মতো আদো আদো গলায় কথা বলছেন মিঠুন। ভিডিও দেখে যেনো মনে হবে তাঁর বয়স খুব বেশি হলে পাঁচ কী ছয়। এই ভিডিও কেমন করে করলেন ভারতী?

ইনস্টাগ্রাম রিলে নানা রকম ফিল্টার ব্যবহার করে পারিপার্শ্বিক পরিস্থিতি পাল্টে দেওয়া যায়। চাইল্ড ফেস ব্যবহার করে মিঠুনের বয়স কমিয়ে দিয়েছেন ভারতী। তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

You cannot copy content of this page