ভারতীয় সঙ্গীত জগতের অপ্রতিদ্বন্দ্বী নাম অরিজিত্ সিং (Arijit Singh)। তাঁর কনসার্ট মানেই শ্রোতাদের অসীম উন্মাদনা। তবে বেঙ্গালুরুতে সম্প্রতি আয়োজিত এক সঙ্গীত সন্ধ্যায় ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। গায়কের গান চলাকালীন ভক্তদের একাংশ মঞ্চের দিকে ছুড়লেন সোয়েটার হুডি, টাকা এবং ছবিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।
কনসার্টে অরিজিতের গান উপভোগ করতে উপস্থিত ছিলেন হাজার হাজার শ্রোতা। চেনা মেজাজেই ছিলেন গায়ক, তাঁর কণ্ঠে একের পর এক গান মন্ত্রমুগ্ধ করছিল সবাইকে। ঠিক তখনই ঘটে এই অদ্ভুত ঘটনা। দর্শকদের মধ্যে কেউ ছুড়লেন হুডি, কেউ গায়কের ছবি, আবার কেউ ছুড়লেন টাকা। তবুও অরিজিত্ তাঁর স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতে পরিস্থিতি সামলালেন। তিনি মঞ্চ থেকে কুড়িয়ে নিলেন সেই হুডি এবং ছবিতে সই করে তা ফিরিয়ে দিলেন শ্রোতাদের।
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে। অরিজিতের ভক্তদের একাংশ এই আচরণে ক্ষুব্ধ। কেউ বলেছেন, “বেঙ্গালুরুর ভক্তরা এমন অশোভন আচরণ করলেন কীভাবে!” আবার কেউ লিখেছেন, “অরিজিতের সঙ্গে এমন ব্যবহার সত্যিই দুঃখজনক।” তবে এমন ঘটনা প্রথম নয়। এর আগে অন্য এক কনসার্টে গায়কের দিকে টাকা ছোড়া হয়েছিল, যেখানে তিনি সরাসরি এমন কাজ করতে নিষেধ করেছিলেন।
তবে এ ধরনের ঘটনার মাঝেও গায়কের মানসিকতার প্রশংসা করছেন অনেকেই। ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনার পরও তিনি তাঁর হাসি হারাননি। উলটে শান্তভাবে পরিস্থিতি সামলে নিয়েছেন। তাঁর এই আচরণ ভক্তদের মধ্যে আরও শ্রদ্ধা ও ভালবাসার জন্ম দিয়েছে।
আরও পড়ুনঃ শরীরে কঠিন রোগের বাস, গুরুতর অসুস্থ হয়ে গৃহবন্দী ৯০ ছুঁইছুঁই চিত্রা সেন!
এদিকে, কনসার্টের আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁরা সুরক্ষার বিষয়টি নিয়ে আরও সচেতন হলে এমন ঘটনা এড়ানো যেত। সমালোচনা, প্রশংসা সব মিলিয়ে ভিডিওটি সাড়া ফেলেছে। তবে এই ঘটনার পরও গায়কের জনপ্রিয়তায় এতটুকুও আঁচ পড়েনি। বরং তাঁর সহনশীলতা আরও একবার মন জিতে নিয়েছে শ্রোতাদের।
View this post on Instagram