দুই বড় ছেলে থাকার পর আবার বাবা হতে চলেছেন রিতেশ দেশমুখ! রিতেশের বেবি বাম্প দেখে হইচই নেটিজেনদের

আবার ১০ বছর পর পর্দায় অভিনয় করবেন রিতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী ও অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা।

তবে এবার একটা চমক থাকবে। বাবা হতে চলেছেন রিতেশ। আর তাই রিতেশের বেবি বাম্প এসেছে প্রকাশ্যে। কিন্তু এখন পুরুষ কীভাবে প্রেগন্যান্ট হন? এটাই অবাক করার মতো বিষয়। আসলে তাহলে কী হয়েছে?

মিস্টার মাম্মি সিনেমায় এবার দেখা যাবে এই দম্পতিকে। মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন রিতেশ। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রিতেশ। একজন পুরুষের শরীরে শিশু বড়ো হচ্ছে কীভাবে? বিষয়টি ভাবছে নেট দুনিয়ার লোককে। বিছানার দু-পাশে শুয়ে রয়েছেন নায়ক-নায়িকা রিতেশ ও জেনেলিয়া। প্রথম লুক শেয়ার করেন জেনেলিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

এর পাশাপাশি আবার তিনি ক্যাপশনে লিখেছেন, “দারুণ মজার ছবি। এরকম ছবি আগে তৈরি হয়নি। প্রাণ খুলে হাসানোর জন্য তৈরি হয়েছে। পেটে খিল ধরতে বাধ্য।” অর্থাৎ কমেডি সিনেমা আসতে চলেছে খুব শীঘ্রই।

ছোটবেলার দুই সুইটহার্টের কথা বলা হয়েছে এই গল্পে। তবে সন্তানধারণ নিয়ে দু’জনেরই ভিন্ন মত রয়েছে। কিন্তু ভাগ্যের আশ্চর্য পরিহাস। দু’জনের জন্য অনেক বড় চমক নির্ধারণ করে রেখেছেন বিধাতা। ছবিটির পরিচালনা করেছেন শাদ আলি। ভূষণ কুমার, কৃষণ কুমার, শাদ আলি ও শিবা অনন্ত প্রযোজনা করেছেন এই ছবিটি। তাহলে কি সত্যিই রিতেশ জন্ম দিতে চলেছেন সন্তানের?

You cannot copy content of this page