সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্র পতন। চলে গেলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়িও। এর আগে দেশ হারিয়েছে লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের মত শিল্পীদের। আর এবার সকলের প্রিয় বাপ্পিদাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়ল সঙ্গীত জগত। তাঁর মৃত্যুর পর তাঁর বিভিন্ন স্মৃতি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গতবছরই শেষ হওয়া ‘ইন্ডিয়ান আইডল ১২’ র এক পর্বে অতিথি হয়ে এসেছিলেন বাপ্পি লাহিড়ি। নেহা কক্কর, হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানির মতোন তিনিও বিচারকের আসলে ছিলেন। সেই পর্বের একটি ভিডিও এবার বিশেষ কারণে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সেই মঞ্চেই বাপ্পি লাহিড়িরই কম্পোজ করা গান ‘Kisi Nazar ko Tera Intezar’ গান গেয়ে তাকে অবাক করে দিয়েছিলেন প্রতিযোগী পবনদ্বীপ রাজন। হাততালিতে ভরে উঠেছিল মঞ্চ। আর বাপ্পিদা শুধু যে তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন তা নয়, তিনি তাকে একটি বিশেষ উপহারও দেন। বাপ্পি লাহিড়ি নিজে যে সোনা পরতে খুব ভালোবাসতেন এটা কারুর অজানা নয়। এই পাহাড়ি ছেলেটিকেও তিনি একটি সোনার হার উপহার দেন সেই মঞ্চে। এখন সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
গায়ক প্রায় এক মাস ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও মঙ্গলবার আবার ভর্তি করতে হয় বাপ্পি লাহিড়িকে। শেষে অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ার জন্যে মৃত্যু হয় সঙ্গীত জগতের এই মহাগুরুর।
“যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ো হয়েও নির্লজ্জই থাকবে!” “আমি খুব হট দেখতে, আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবে!”— নিজের সঙ্গে তুলনা করে সমালোচকদের আক্রমণ, বিতর্কের ঝড় তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়!