দুঃসংবাদ! তার হাতেই তৈরি হয়েছে কাজল রানীরা! প্রয়াত ভারতীয় সিনেমার জনপ্রিয় নির্মাতা

বলিউডে (Bollywood) শোকের ছায়া। একের পর এক মৃত্যু সংবাদে ঘন আঁধারে ছেয়ে যাচ্ছে বি-টাউনের আকাশ। প্রসঙ্গত কিছুদিন আগেই মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। তবে, গতকাল সিনেমা জগৎ আবারও হারালেন খ্যাতনামা এক প্রযোজককে।

মূলত, প্রযোজকের স্ত্রী সামা আখতার এই মৃত্যুর খবর জানিয়েছেন। প্রযোজকের নাম সেলিম আখতার। গত মঙ্গলবার ৮২ বছর বয়সে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে ঠিক কোন কারণে মৃত্যু ঘটেছে তা এখনো জানা যায়নি।

শোনা গিয়েছে আজ অর্থাৎ বুধবার জোহরা নামাজের পর দুপুর ১:৩০ নাগাদ প্রযোজকের শেষকৃত্য সম্পন্ন হবে। একসময় এই সেলিম বাবুর হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন রানী মুখার্জী, তামান্না ভাটিয়ার মতন নামজাদা অভিনেত্রীরা।

১৯৯৭ সালের রানী মুখার্জির প্রথম ছবি ‘ রাজা কি আয়েগি বারাত এবং ২০০৫ সালের তামান্নার প্রথম ছবি চাঁদ সা রোশন চেহরা’র প্রযোজক ছিলেন সেলিম আখতার। বর্ষিয়ান প্রযোজকের মৃত্যুর খবর সামনে আসতেই সমাজ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন একাধিক বিশিষ্ট ব্যাক্তি।

আরও পড়ুনঃ ‘‘টাকা দিয়ে রফার চেষ্টা! ভিক্টো-শ্রিয়াকে বাঁচাতে পুলিশ উঠেপড়ে লেগেছে”—ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের!

বাজি’, ‘বাদল’, আদমি’, ‘জিগর’, আ গলে লাগ যা’, ‘কয়ামাত’, ‘মেহেন্দি’, ‘ফুল অর অঙ্গার’-এর মতন এক গুচ্ছ ছবি প্রযোজনা করেছে সেলিম বাবু। এই প্রযোজকের মৃত্যুর জন্য সিনেমাসহ টেলিভিশনের সকল শিল্পীরা শোকপ্রকাশ জানিয়েছেন।

You cannot copy content of this page