এখন‌ও প্রাণ রয়েছে, মে’রে ফেলবেন না! ধর্মেন্দ্র এখন অনেকটাই ভালো, মৃ’ত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো! ‘এভাবে গুজব ছড়ানো বন্ধ করুন’ কঠোর বার্তা পরিবারের

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে সোমবার রাত থেকে শুরু হয়েছিল বিভ্রান্তি। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর। মুহূর্তের মধ্যেই সেই গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও। কিন্তু মঙ্গলবার সকালে পরিবার জানিয়ে দেয়, ধর্মেন্দ্র একদমই জীবিত এবং তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নত।

অভিনেতার মেয়ে ঈশা দেওল এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “বাবা স্থিতিশীল আছেন, চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। সবাই তাঁর জন্য আশীর্বাদ করুন।” সঙ্গে যোগ করেন, “বিনা যাচাইয়ে এমন খবর প্রকাশ করা খুবই অনৈতিক।” হেমা মালিনীও ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে হারে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে, তা লজ্জাজনক। একজন সুস্থ হয়ে উঠতে থাকা মানুষকে মৃত ঘোষণা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

পরিবারের পাশাপাশি সানি দেওলের টিমও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, ধর্মেন্দ্র চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁরা অনুরাগীদের কাছে আবেদন করেন, ভুয়ো গুজবে কান না দিতে।

প্রসঙ্গত, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ৮৯ বছরের ধর্মেন্দ্র। সোমবার রাতে তাঁর ভেন্টিলেশনে থাকার খবর ছড়ালেও পরে তা ভুল প্রমাণিত হয়। হেমা মালিনী ও পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের বহু তারকা হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নেন।

আরও পড়ুনঃ “তোর বু’কগুলো আমায় খুলে দে না, লাগিয়ে নিই!”— মীরের অপমানজনক মন্তব্যে সেদিন রুখে দাঁড়িয়েছিলেন স্বরলিপি চট্টোপাধ্যায়! নিজের আত্মসম্মান রক্ষায় মুখ খুললেও জুটেছিল বিদ্রুপ! এতদিন বাদে সবটা খোলসা করলেন তিনি!

আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন এই কিংবদন্তি অভিনেতা। তাই এখন ভক্তদের একটাই প্রার্থনা— প্রিয় ধর্মেন্দ্র যেন খুব শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দায় ফিরতে পারেন।

You cannot copy content of this page