‘সন্তানের মুখটা চোখের সামনে ভেসে উঠল’— দ্বিতীয় স্টেজ ক্যানসারে আক্রান্ত দীপিকা, জানালেন নিজেই!

নতুন প্রাণের আগমন যে একজন নারীর জীবনে কতটা আনন্দ বয়ে আনে, তা সব মা-ই জানেন। বছরখানেক আগে প্রথমবার মা হয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা। সন্তানের ছোট ছোট হাসি, কান্না, প্রথম হাঁটা—এসবের মধ্যেই দিন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু এতটা আনন্দের মধ্যে আচমকা হানা দিল এক অজানা আতঙ্ক। হাসপাতাল, স্ক্যান, চিকিৎসকের পরামর্শ—সবকিছুর মাঝে ভেঙে পড়লেও দীপিকা চেষ্টা করছিলেন সব কিছু স্বাভাবিক রাখার।

কয়েক সপ্তাহ ধরেই পেটের উপরিভাগে অস্বস্তি, ব্যথা, ক্লান্তি যেন সঙ্গী হয়ে উঠেছিল তাঁর। প্রথমে ভাবা গিয়েছিল সাধারণ গ্যাস্ট্রিক বা স্ট্রেসের কারণে হচ্ছে, কিন্তু ক্রমাগত সমস্যা বেড়ে চলছিল। অবশেষে একের পর এক টেস্টের পর বোঝা গেল, বিষয়টি আর সাধারণ নয়। এই সময়েই দীপিকার শারীরিক অবস্থান নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তিনি নিজেও ছিলেন নীরব। কেউ কিছু জানতেন না, কী ঘটছে অভিনেত্রীর জীবনে।

অবশেষে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। দীপিকা কক্কর ইব্রাহিম জানান, তাঁর যকৃতের বাঁ দিকে একটি টেনিস বলের আকারের টিউমার ধরা পড়েছে। চিকিৎসকেরা প্রথমে শুধুমাত্র অস্ত্রোপচারের কথা বললেও পরে জানা যায়, এটি সাধারণ টিউমার নয়। যদিও তখনও তিনি স্পষ্ট করে কিছু বলেননি, তবুও টেনশনের পারদ চড়ছিল ক্রমশ। এই টিউমারের প্রকৃতি ও চিকিৎসার সম্ভাব্য দিক নিয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ চালাচ্ছিলেন দীপিকা ও তাঁর পরিবার।

অনুরাগীদের প্রশ্নের উত্তর দিলেন অবশেষে নিজেই। সমাজমাধ্যমে একটি আবেগঘন বিবৃতিতে দীপিকা লেখেন, “গত কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই কঠিন ছিল… ব্যথা বেড়েই চলেছে। পরীক্ষায় ধরা পড়েছে আমার যকৃতে একটি ম্যালিগন্যান্ট টিউমার রয়েছে, যা দ্বিতীয় পর্যায়ের ক্যানসার।” অভিনেত্রী জানান, এই খবর পাওয়ার পর তিনি ভেঙে পড়লেও নিজের সন্তানের মুখ ভেবে আবার উঠে দাঁড়ানোর সাহস পেয়েছেন। একমাত্র চিন্তা এখন তাঁর ছোট্ট সন্তান, যার জন্য তাঁকে এই লড়াই লড়তেই হবে।

আরও পড়ুনঃ প্রথমে বিচ্ছেদ তারপর আবার একসঙ্গে থাকার ইঙ্গিত! সুদীপের সঙ্গে বিচ্ছেদের পর এবার ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট! জানাজানি হতেই কি প্রতিক্রিয়া দিলেন পৃথা?

দীপিকা এখন চিকিৎসার মধ্যেই রয়েছেন। পরিবারের সকলে তাঁর পাশে রয়েছেন। অনুরাগীরা সামাজিক মাধ্যমে প্রার্থনার বন্যা বইয়ে দিয়েছেন তাঁর জন্য। অভিনেত্রীও ইতিবাচক থাকার চেষ্টা করছেন, জানিয়েছেন এই লড়াই থেকে জয়ী হয়ে বেরিয়ে আসবেন তিনি। তিনি লিখেছেন, “আপনাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমি আবার সুস্থ হয়ে ফিরব, শুধু প্রার্থনা করবেন।” জীবনের এই কঠিন অধ্যায়ে দীপিকার লড়াই যেন আরও একবার মনে করিয়ে দেয়, একজন মা কতটা শক্তিশালী হতে পারেন নিজের সন্তানের জন্য।