গর্ভবতী অবস্থায় কাজ, সাধের অনুষ্ঠান শোতেই! তাতেও ভাইরাল ভারতী সিং
তিনি গর্ভবতী অবস্থায় কাজ করে চলেছেন। আর কয়েক মাসের মধ্যেই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। তবুও কাদের সঙ্গে কোনো সমঝোতা করেননি। তাই কমেডিয়ান ভারতীয় সিংয়ের প্রশংসা চারিদিকে। একটি হিন্দি রিয়েলিটি-শো সঞ্চালনার কাজ করছেন ভারতী তাঁর স্বামী হর্ষের সঙ্গে। নিজেকে ভারতের প্রথম অন্তঃসত্ত্বা সঞ্চালিকার তকমাও দিয়ে ফেলেছেন ভারতী। এবার জাতীয় টেলিভিশনে তাঁর জন্য আয়োজিত হলো সাধ ভক্ষণের অনুষ্ঠান।
কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘হুনরবাজ’-এর সঞ্চালনা করছেন ভারতী। সম্প্রতি চ্যানেলের তরফে এই শোয়ের একটি প্রোমো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভারতীকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বেঁধে তাঁকে নিয়ে আসা হয় মঞ্চে। তাঁকে সাধ খাওয়ান পরিনীতি চোপড়া থেকে শুরু করে করণ জোহর এবং মিঠুন চক্রবর্তী। কিন্তু তার মধ্যে ছিল টুইস্ট। আর এই টুইস্ট এর কারণে হাসির ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
গোদভরাইয়ের সেই অনুষ্ঠানে তাঁর জন্য সিংহাসন রাখা থাকে যেখানে এসে তিনি বসেন। এরপর অতিথিরা এবং বিচারকরা একে একে এসে ভারতীকে তাঁদের উপহার দিয়ে যান। সঙ্গে থাকেন তাঁর স্বামী। ভারতীর চোখ খুলতেই তিনি অবাক হয়ে যান এবং বলেন তাঁর স্বপ্ন পূরণ হলো। এদিকে নায়িকা পরিনীতি চোপড়া বলে ওঠেন তিনি সোনা নিয়ে এসেছেন উপহারে। কিন্তু পরিণীতির দেওয়া উপহারের বাক্স খুলতেই চমকে যান ভারতীসহ বাকিরা। কী রয়েছে সেই উপহারের বাক্সে যা দেখে রেগে গেলেন তিনি? আবার হুমকি দিয়ে বেরিয়ে যান সেট থেকে। দেখার পালা বাকিরা কে কী উপহার দিলেন।
View this post on Instagram