বর্ণবিদ্বেষী মন্তব্য! তারক মেহ্‌তা কী উল্টা চশমা’-র ‘ববিতাজি’ গ্রেফতার?

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এক হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী মুনমুন দত্ত। সম্প্রতি তিনি টুইটারে একটি বিশেষ পোস্ট করেন যাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে শোরগোল ওঠে যে ‘গ্রেফতার করা হোক মুনমুনকে’। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ট্রেন্ডে পরিণত হয়। তারপরই বহু মানুষ মনে করেন যে গ্রেফতার করা হয়েছে এই নায়িকাকে। আসল সত্যিটা কী?

মুনমুনকে যে গ্রেফতার করা হয়েছে সেই খবরটি একেবারেই মিথ্যা। সেটা শুধুমাত্র একটি গুজব। নায়িকাকে কিছু সময়ের জন্য জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তাঁকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে কয়েক ঘণ্টা জেরা করে পুলিশ। আসলে গত বছর একটি ইউটিউব ভিডিও নাকি আপলোড করার পরে তাঁর বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী মন্তব্য’-র অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, এই নিয়ে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

মুনমুন এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন। তাঁকে কোনও গ্রেফতার করা হয়নি। মিথ্যে খবর রটানো হচ্ছে তাঁকে নিয়ে। এমনকি, আদালত থেকেও নাকি তাঁকে আগেই অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়েছে গত শুক্রবার। পুলিশ আধিকারিকরা অত্যন্ত ভাল ব্যবহার করেছে তাঁর সঙ্গে। আর তিনিও বেশ সহযোগিতা করছি তাঁদের সঙ্গে, এমনটাই বয়ান দিয়েছেন অভিনেত্রী মুনমুন দত্ত।

You cannot copy content of this page