শো করতে গিয়ে মাত্র ৫২’তে শেষ হলো পথ চলা! কীভাবে জলে ডুবে মা’রা গেলেন গায়ক জুবিন গর্গ? সামনে এলো আসল কারণ

শুক্রবার সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। সিঙ্গাপুরে পৌঁছে ছিলেন জুবিন গর্গ। ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দেওয়ার কথা ছিল তাঁর। মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের মাতানোর প্রস্তুতিও চলছিল। কিন্তু কেউ জানত না, এই সফরই হবে তাঁর জীবনের শেষ সফর।

সেদিন দুপুরে তিনি বেরিয়েছিলেন কিছুটা ঘুরে বেড়াতে। সিঙ্গাপুরের সমুদ্রতটে বন্ধুবান্ধবদের সঙ্গে স্কুবা ডাইভিং করার পরিকল্পনা ছিল। সব ঠিকঠাক চলছিল শুরুতে। সাগরের নীল জলে নেমে তিনি উপভোগ করছিলেন মুক্তির মুহূর্ত।

Zubeen garg

কিন্তু আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর জলে পড়ে যান জুবিন। ডুবুরিরা বুঝে ওঠার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গী ও লাইফগার্ডরা দ্রুত তাঁকে টেনে তোলেন জল থেকে।

উদ্ধারের পরই শুরু হয় হৃদস্পন্দন ফেরানোর চেষ্টা। CPR দেওয়া হয় বারবার। তারপর দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা সবটুকু চেষ্টা করেন, কিন্তু শারীরিক আঘাত ছিল ভেতরে ভেতরে ভয়ঙ্কর।

Assamese

আরও পড়ুনঃ বসে থাকতে থাকতে হয় ব্রেন স্ট্রোক! “কারণটা এখনও বোঝা যায়নি”— কেমন আছেন সায়ন্তনী? কবে ফিরবেন কাজে? জানালেন স্বামী ইন্দ্রনীল 

শেষমেশ ডাক্তাররা জানান, অভ্যন্তরীণ চোটের কারণে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। ৫২ বছর বয়সেই শেষ হয়ে গেল উত্তর-পূর্ব ভারতের ‘রকস্টার’-এর জীবনযাত্রা। ভক্তদের জন্য রেখে গেলেন হাজারো গান, অসংখ্য স্মৃতি আর এক অমলিন শূন্যতা।

You cannot copy content of this page