নতুন বছরের প্রথম সপ্তাহেই সব জল্পনার অবসান ঘটালেন অভিনেতা জয় ভানুশালী ও মাহী বিজ। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক ঘিরে নানা প্রশ্ন ঘুরছিল বিনোদন মহলে। কখনও আলাদা থাকা, কখনও নীরবতা সব মিলিয়ে ইঙ্গিত মিললেও তাঁরা মুখ খোলেননি। অবশেষে নিজেরাই জানালেন, দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে।
ঘোষণার পর স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ উঠেছে। দীর্ঘদিনের পরিচিত এই দম্পতি বহু উত্থান পতনের সাক্ষী থেকেছেন। সম্পর্ক ভাঙলেও তাঁরা জানাতে ভোলেননি, এই সিদ্ধান্ত কোনও রাগ অভিমান বা তৃতীয় কোনও ব্যক্তির জন্য নয়। বরং শান্তি ও মানসিক স্থিতির কথা ভেবেই আলাদা পথ বেছে নিয়েছেন তাঁরা।
তিন সন্তানের মা বাবা মাহী ও জয়। বিচ্ছেদের পরেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যে কোনও আপস হবে না, সে কথা স্পষ্ট করে দিয়েছেন দু’জনে। সমাজমাধ্যমে দেওয়া বার্তায় তাঁরা জানিয়েছেন, স্বামী স্ত্রী হিসাবে পথ আলাদা হলেও মা বাবা হিসাবে একসঙ্গেই থাকবেন। সন্তানদের প্রতিটি সিদ্ধান্তে ও প্রয়োজনের সময়ে তাঁরা পরস্পরের পাশে থাকবেন।
আরও পড়ুনঃ “নতুন দশটা কনটেন্ট জমা দিয়েছিলাম, দশটাই ক্যান্সেল হয়ে যায়”—ঝলমলে বিনোদন দুনিয়ার আড়ালে চাপা পড়ে থাকা ব্যর্থতার বাস্তবতা সামনে আনলেন সৌরভ চক্রবর্তী! বাংলা ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক উঠে এল তাঁর কথায়?
বলিউডে যৌথ অভিভাবকত্ব কোনও নতুন ধারণা নয়। এর আগেও আমির খান ও কিরণ রাও কিংবা হৃতিক রোশন ও সুজান খান বিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব একসঙ্গে পালন করেছেন। মাহী ও জয়ও সেই পথেই হাঁটার কথা জানিয়েছেন। বন্ধুত্ব, সম্মান ও পারস্পরিক বোঝাপড়াকেই তাঁরা সবচেয়ে বড় শক্তি বলে মানছেন।
তবে আপাতত একটি প্রশ্নের উত্তর অধরাই থেকে গিয়েছে। তিন সন্তান ভবিষ্যতে কার কাছে থাকবে, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা করেননি তাঁরা। সময়ই হয়তো ঠিক করে দেবে পরবর্তী অধ্যায়। আপাতত নিজেদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শান্তিতে নতুন জীবন শুরু করতে চাইছেন মাহী ও জয়, এমনটাই তাঁদের বার্তা।






