“নতুন দশটা কনটেন্ট জমা দিয়েছিলাম, দশটাই ক্যান্সেল হয়ে যায়”—ঝলমলে বিনোদন দুনিয়ার আড়ালে চাপা পড়ে থাকা ব্যর্থতার বাস্তবতা সামনে আনলেন সৌরভ চক্রবর্তী! বাংলা ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক উঠে এল তাঁর কথায়?

বিনোদন জগৎ বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ভেতরে ভেতরে ততটাই অনিশ্চয়তায় ভরা। আজ যে শিল্পী কাজের সাফল্যে চর্চায়, কালই তাঁর হাতে কাজ থাকবে কি না—তা বলা মুশকিল। স্ক্রিপ্ট পাস, প্রজেক্ট ঘোষণা, শুটিংয়ের প্রস্তুতি—সবকিছু থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে গোটা কাজ। এই বাস্তবতার মধ্য দিয়েই প্রতিদিন লড়াই চালিয়ে যান অভিনেতা, পরিচালক, প্রযোজকরা।

এই অনিশ্চয়তার পথ পেরিয়েই নিজের জায়গা তৈরি করেছেন সৌরভ চক্রবর্তী। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করে আজ তিনি অভিনেতা, পরিচালক এবং প্রযোজক—তিন পরিচয়েই পরিচিত মুখ। শুধু অভিনয়েই থেমে থাকেননি, কবিতা লেখা ও কবিতা পাঠের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত তিনি। ব্যক্তিগত জীবন নিয়েও একসময় কম চর্চায় ছিলেন না সৌরভ, বিশেষ করে একটি জনপ্রিয় ধারাবাহিকের সেট থেকেই শুরু হওয়া প্রেম ও বিয়ের গুঞ্জন ঘিরে। যদিও সেই অধ্যায় এখন অতীত।

সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়েছেন সৌরভ চক্রবর্তী। বড় পর্দা ও ওয়েব সিরিজে অভিনয় ও পরিচালনায় নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তা সত্ত্বেও আবার তাঁকে দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে। টিভির পর্দায় ঝাঁপির সঙ্গে তাঁর প্রেমের গল্প যেমন দর্শকের নজর কেড়েছে, তেমনই বাস্তব জীবনে কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বড় পর্দার জন্য নতুন নতুন ভাবনাতেও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন সৌরভ।

সম্প্রতি নিজের কেরিয়ারের এক কঠিন অভিজ্ঞতার কথা খোলাখুলি জানিয়েছেন অভিনেতা-পরিচালক। সৌরভের কথায়, এমন দিনও এসেছে যখন নতুন দশটি কনটেন্টের স্ক্রিপ্ট জমা দেওয়া হয়েছিল, কিন্তু নানা কারণে সেই দশটি প্রজেক্টই শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়। এই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে ভেঙে দিলেও কাজ থেকে সরে দাঁড়াননি তিনি।

আরও পড়ুনঃ টলিপাড়ায় নীরব বিচ্ছেদ, খাতায় কলমে আলাদা হল জয়জিৎ ও শ্রেয়ার পথ

বরং এই ব্যর্থতাগুলিই তাঁকে আরও বাস্তববাদী ও দৃঢ় করেছে বলে মনে করেন সৌরভ। বিনোদন জগতে টিকে থাকতে হলে ধৈর্য, পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস—এই তিনটিই সবচেয়ে বড় অস্ত্র। কাজ বাতিল হওয়ার হতাশা থাকলেও, নতুন করে ভাবনা তৈরি করাই তাঁর কাছে আসল চ্যালেঞ্জ। সেই লড়াই নিয়েই আজও এগিয়ে চলেছেন সৌরভ চক্রবর্তী।

You cannot copy content of this page