প্রায় দু বছর হতে চলল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আমাদের ছেড়ে তারার দেশে চলে গেছেন। কিন্তু তার তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তীর উপর মানুষের রাগ যে একটুও কমেনি তা আবারও প্রমাণিত হলো একটি ঘটনায়। দু’বছর আগে সুশান্তের মৃত্যুর পর দুই ভাই-বোনকে মাদক কান্ডে জড়িত থাকার অভিযোগে জেলে যেতে হয়েছিল। পরে জেল থেকে মুক্তি পেলেও বারংবার তাদের নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
তবে এবার আরেকটি ঘটনায় সৌভিক কে পড়তে হলো তীব্র কটাক্ষের মুখে। শুক্রবার মুম্বাইয়ে একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে বের হতে দেখা যায় রিয়া এবং সৌভিক কে। সৌভিকের ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং তিনি ক্রাচ নিয়ে আস্তে আস্তে হাঁটছিলেন। ক্যামেরাবন্দি হচ্ছেন দেখে ফটোগ্রাফারদের উদ্দেশ্যে হাতও নাড়েন রিয়া।
View this post on Instagram
এই ভিডিও ভাইরাল হতে দেখে নেটিজেনরা একের পর এক কমেন্ট করতে শুরু করেন। একজন লিখেছেন যে যেমন কর্ম তেমন ফল। আরেকজন লিখেছেন যে নিজেদের কর্মফল ভোগ করছেন রিয়া এবং সৌভিক।সব মিলিয়ে দুই ভাই বোনের ওপর ভীষণ রেগে রয়েছেন সুশান্ত অনুরাগীরা তা এই পোস্টের কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট।
“আমি এতদিন যা বলেছি ঠিক বলেছি…কোনও আক্ষেপ নেই, আবারও বলব!” “আজকাল কেউ কু’কুরকে “কু’কুর” বললেও লোকে তেড়ে আসে!”— দীর্ঘদিনের বিতর্ক নিয়ে অকপট মমতা শঙ্কর! সমালোচনার জবাবে মুখ খুলতেই ফের জড়ালেন নয়া বিতর্কে!