কঙ্গনাকে ‘গালমন্দ’ করলেন অভিনেত্রী পায়েল রোহাতগি! ইনস্টাগ্রামে লিখলেন ‘ছবি ফ্লপ হোক’

রিয়ালিটি শো লক আপে প্রথম সিজনে ভালো পারফরমেন্স দিয়েছেন অভিনেত্রী পায়েল রোহাতগি।
তবে জিততে পারেননি তিনি।

সঞ্চালনার দায়িত্বে থাকা কঙ্গনা রানাওয়াত আর বিজেতা মুনাওয়ার ফারুকিকে তুলোধনা করলেন পায়েল। মঙ্গলবার ইনস্টাগ্রামে ‘লক আপ’-এর একটা পুরনো পোস্ট শেয়ার করেছিলেন কঙ্গনা। সেখানে প্রযোজক একটা কাপুর থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াতের সলমন খানের ইদ পার্টিতে যাওয়া সব কিছুকে নিয়েই কটাক্ষ করলেন পায়েল।

পায়েল দাবি করছেন যে সলমন আর কঙ্গনার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ায় জেতানো হয়েছে মুনাওয়ারকে এই শোয়ে। এই তারকাদের বেকার তকমা দিয়েছেন পায়েল। বলেন কারণ ছাড়াও এঁরা নিন্দে করেন।

লক আপ’-এর একটা পোস্টার শেয়ার করে লেখেন, ‘কাজ নেই এমন তারকাদের ব্যবহার করে তাঁকেই ছোট করার চেষ্টা… এরা যদি শো-র অলস বিজেতাকে চিনে থাকে আর লক আপ দেখে থাকে, তাহলে ওদেরকেও জানতে হবে পায়েল কে, আর #BADA** কথাটার কী মানে।

পায়েল আরো লেখেন যে এমন একজন বিজেতাকে ওরা বেছে নেয় যার বউ আছে, বাচ্চা আছে আবার একজন প্রেমিকাও আছে। আর এই গল্পটাকেই ওই বেকার তারকারা সত্যি মেনে নেয়। ওই বিজেতা সবাইকে মানসিক আঘাত করত আর সেটা হাস্যকর লাগলে নায়িকার আর কিছু বলার নেই।

You cannot copy content of this page