হঠাৎ শারীরিক অবনতি, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া! কী হয়েছে তাঁর? এখন কেমন আছেন তিনি?

নভেম্বরের শুরুতেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলিউডের খ্যাতনামা অভিনেতা প্রেম চোপড়াকে। প্রথমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়লেও ধীরে ধীরে পরিস্থিতি সামলে ওঠেন তিনি। পরিবারের তরফে তখন খুব বেশি কিছু জানানো না হলেও পরে তাঁর জামাই এবং অভিনেতা শরমন যোশী সামনে এসে পরিষ্কারভাবে জানান আসলে কী হয়েছিল প্রেম চোপড়ার। তাঁর কথা থেকেই জানা যায় যে বর্ষীয়ান অভিনেতার সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস ধরা পড়েছিল যা নিয়ে চিকিৎসকদের গভীর নজরদারি প্রয়োজন হয়।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে শরমন জানান যে অবস্থার জটিলতা বিবেচনায় প্রেম চোপড়ার টিএভিআই নামে একটি বিশেষ চিকিৎসা প্রক্রিয়া করা হয় এবং তা সফলভাবে সম্পন্ন হয়। এই চিকিৎসার মাধ্যমে হৃদপিণ্ডের অ্যাওর্টিক ভালভ পরিবর্তন করা হয় যেখানে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন পড়ে না। অ্যাওর্টিক স্টেনোসিস হল এমন একটি পরিস্থিতি যেখানে হৃদপিণ্ডের প্রধান ভালভ সরু হয়ে যায় ফলে শরীরের বিভিন্ন অংশে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়। সময়মতো চিকিৎসা না হলে এটি প্রাণঘাতীও হতে পারে বলে চিকিৎসকরা সতর্ক করেন।

শরমন যোশীর পোস্টে উঠে এসেছে বর্তমানে প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতির কথা। তিনি জানান যে চিকিৎসার পর অনেকটাই সুস্থ বোধ করছেন বর্ষীয়ান অভিনেতা। এখন তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন এবং ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছেন। শরমন পোস্টের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন যেখানে প্রেম চোপড়াকে চিকিৎসকদের সঙ্গে দেখা যায় আবার কোথাও তাঁকে পরিবারের সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে। এমনকি অভিনেতা জিতেন্দ্রও হাসপাতালে গিয়ে দেখা করেছেন দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে।

প্রেম চোপড়া প্রথম হাসপাতালে ভর্তি হন ৮ নভেম্বর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। তখন তাঁর বুকে সংক্রমণ ধরা পড়ে এবং সেই কারণেই সপ্তাহখানেক তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসার সময়ই তিনি জানান যে প্রবল পিঠের যন্ত্রণার কারণেই প্রথমে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ধীরে ধীরে সেই ব্যথা কমতে শুরু করে এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে ১৫ নভেম্বরই তাঁকে বাড়ি পাঠানো হয়। এরপরেই সামনে আসে তাঁর হৃদরোগ সংক্রান্ত জটিলতার বিষয়টি।

আরও পড়ুনঃ “আপনার বাড়ির বাথরুম পরিষ্কার করব, কিন্তু রাজনীতিতে নামব না”—রাজনীতির মঞ্চে নিজের অবস্থান নিয়ে অকপট পৌষালী ব্যানার্জি! যখন তারকারা একের পর এক রাজনীতিতে ঝুঁকছেন, ঠিক তখনই গায়িকার এমন অবস্থান কেন?

ছয় দশকেরও বেশি সময় ধরে বলিউডে সক্রিয় প্রেম চোপড়ার অসুস্থতার খবর ভক্তদের গভীরভাবে উদ্বিগ্ন করেছিল। ‘উপকার’, ‘ববি’, ‘জঞ্জীর’, ‘কাতি পতঙ্গ’ বা ‘দো রাস্তা’সহ অসংখ্য ছবিতে তিনি নিজের অভিনয়ে অমিট ছাপ রেখেছেন। তাঁর বিখ্যাত সংলাপ প্রেম নাম হ্যায় মেরা প্রেম চোপড়া আজও দর্শকদের মনে অমর। ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই কিংবদন্তি অভিনেতার অসুস্থতার পর সুস্থতার খবর ভক্তদের স্বস্তি দিয়েছে। এখন তিনি ধীরে ধীরে স্বাভাবিকে ফিরছেন এবং পরিবার ও চিকিৎসকদের নিবিড় যত্নে স্থিতিশীল রয়েছেন।