টালিউডে সফলভাবে রাজত্ব করার পর এবার যেন মুম্বই দখলের পরিকল্পনায় ব্যস্ত ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty)। বাংলার পর্দায় যিনি ‘চিরদিনই তুমি যে আমার’, ‘প্রেম আমার’, ‘চ্যালেঞ্জ’–এর মতো সিনেমা এবং একাধিক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন, তিনিই এবার হিন্দি টেলিভিশন দুনিয়ায় পা রাখলেন নতুন দায়িত্বে। তবে কি এবার পাকাপাকিভাবে হিন্দিতেই প্রসার জমাতে চলেছেন? সূত্র বলছে, গুরগাঁওয়ের নামী স্টুডিয়োয় সম্প্রতি শুটিং করেছেন রাজ চক্রবর্তী।
আর সেই শুটিংয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ‘রূপালি গঙ্গোপাধ্যায়’ (Rupali Ganguly), যিনি স্টার প্লাসের ‘অনুপমা’ ধারাবাহিকে অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত। এই শুটিংয়ের কারণ কি ‘অনুপমা’ ধারাবাহিকের শেষ পর্ব? এমন প্রশ্ন ঘুরছে অনেকের মনে। তবে আশঙ্কার কিছু নেই। আসলে এটি একেবারেই নতুন ধরনের এক প্রচার কৌশল। ‘অনুপমা’ ধারাবাহিকের একটি পর্বের মধ্যেই দেখানো হবে এক নতুন ধারাবাহিকের ঝলক।
যার নাম ‘তু দিল মে ধড়কন’। এই সিরিয়ালটি আদতে বাংলার বহু প্রশংসিত ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’র হিন্দি রূপান্তর। আর সেই প্রোমো শুটের দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তী স্বয়ং। শুধু পরিচালনা নয়, এই হিন্দি ধারাবাহিকের প্রযোজনার পেছনেও রয়েছে এক বাঙালি নাম—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নিআইডিয়াজ়। এর আগে বাংলা ধারাবাহিক ‘কথা’ প্রযোজনা করে সাড়া ফেলেছেন বুম্বাদা।
এবার সেই ধারাবাহিকেরও হিন্দি ভার্সন আসছে বলেই খবর। ফলে স্পষ্ট, শুধু বাংলা নয়, জাতীয় স্তরে বাঙালি নির্মাতাদের উপস্থিতি ক্রমশই দৃশ্যমান হচ্ছে। মুম্বইয়ে এই নতুন যাত্রা নিয়ে এখন থেকেই উৎসাহের ঝড় সমাজ মাধ্যমে। বাংলার নির্মাতারা এখন শুধু টলিউডে নয়, বলিউডেও নিজেদের দক্ষতা দেখাতে প্রস্তুত। রাজ চক্রবর্তী যেমন টেলিভিশনের নতুন ধারা অনুসরণ করে একাধিক স্তরের গল্প ও কনটেন্ট একসঙ্গে নিয়ে আসছেন।
আরও পড়ুনঃ রাজ্যের স্বার্থে মমতাকেই দরকার! বললেন পরমব্রত, “নিজের স্বার্থে, যে লোকের বিয়ে করা বৌকে নিয়ে পালায় তার এই সন্ত্রাসের শাসকদল তো পছন্দ হবেই!” নেটপাড়ায় আক্রান্ত অভিনেতা
হিন্দি ধারাবাহিকে ‘শো ইন শো’ বা ধারাবাহিকের ভিতরেই অন্য ধারাবাহিকের প্রোমো দেখানো—এই ট্রেন্ড এখন বলিউডে জনপ্রিয়, আর সেই ধারাতেই হাঁটছেন রাজ। বাংলা থেকে হিন্দি, পরিচালক রাজ চক্রবর্তীর এই যাত্রা নিঃসন্দেহে নতুন অধ্যায় রচনা করতে চলেছে। ‘পটল’-এর সুর, গল্প, আবেগ এবার পৌঁছবে হিন্দি ভাষাভাষী দর্শকের ঘরে। আর তার পেছনে একেবারে বাঙালি পরিচালকের হাত—এই গর্বই তো অন্যরকম অনুভূতি জাগায়!
খাওয়ানোর নাম করে মায়ের রান্না নিয়ে ব্যবসা? মায়ের স্বপ্নকে ঘিরে ব্যবসার অভিযোগ! নোংরা কটাক্ষের মুখে বাংলার জনপ্রিয় গায়িকা!