‘সলমান খান আমাকে বারবার লেবুর মত নিং’ড়ে নিয়েছে’, সাক্ষাৎকারে এ কী গোপন তথ্য ফাঁস করলেন রাখি সাওয়ান্ত?

নিজের বিভিন্ন মন্তব্যের জন্য বরাবর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে বিভিন্ন সিনেমায় কাজ করা ছাড়াও সম্প্রতি সলমন খানের সঞ্চালনায় বিগ বস নামক এক রিয়েলিটি শোয়ের বিভিন্ন সিজনে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। সেখান থেকেও বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন রাখি। তবে এবার সেই অনুষ্ঠানের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। তাঁকে বিগ বসের জনপ্রিয়তা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে এমনই অভিযোগ রাখি সাওয়ান্তের।

একটি সাক্ষাৎকারে রাখি এই বিস্ফোরক অভিযোগগুলি তুলেছেন। তাঁর বক্তব্য যে সময়ে বিগ বসের টিআরপি কমে যায় তখনই তাঁকে ডাকা হয়। রাখি আসতেই যেই আবার শোয়ের টিআরপি বেড়ে যায় তখনই তাঁকে ব্যবহার করে আবার ফাইনালের আগেই শো থেকে বের করে দেওয়া হয়। নায়িকার এই মন্তব্যের পক্ষে দাঁড়িয়েছেন অনেকেই। তাদের সকলের বক্তব্য নায়িকাকে ব্যবহার করে শোয়ের টিআরপি বারবার বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু কখনোই তাঁকে সেরার শিরোপা দেওয়া হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

রাখি সাওয়ান্ত বলেছেন তাঁকে লেবুর মতন করে নিং’ড়ে নিয়ে শো থেকে বের করে দেওয়া হয়েছে। বলা বাহুল্য, রাখির এই অভিযোগগুলোর ফলে এখন আলোচনার মুখে পড়েছে এই শো।

Back to top button