৫৯-এ থামল হৃদস্পন্দন! প্রয়াত বলিউডের ভীষণ পরিচিত অভিনেতা ঋতুরাজ সিং

হিন্দি ধারাবাহিক (Hindi Serial) জগতের পরিচিত মুখ ঋতুরাজ সিং (Rituraj Singh)। বলিউডের (Bollywood) বহু ধারাবাহিক আর ছবিতে কাজ করেছেন অভিনেতা।

টিভিপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা ঋতুরাজ সিং। টেলিভিশন ও বড়পর্দার একাধিক কাজ উপহার দিয়েছেন দর্শকদের। সুপারহিট ধারাবাহিক ‘অনুপমা’-তে যশপালের ভূমিকায় নজর কাড়েন তিনি। টিভি ছাড়াও বড়পর্দায় ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-সহ একাধিক ছবিতে দেখা যায় তাঁকে।

 

সূত্রের খবর, শারীরিক অবনতি হওয়ায় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের সমস্যা ভুগছিলেন অভিনেতা। চিকিৎসা চলছিল বহুদিন।

Bollywood

সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ঋতুরাজ। সুস্থ হয়ে উঠছিলেন ধীরে ধীরে। এরপরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক প্রয়াণ আসে অভিনেতার। মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঋতুরাজ। সোমবার রাত সাড়ে বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

একসময় ‘আপনি বাত’, ‘জ্যোতি’, ‘হিটলার দিদি’, ‘শপথ’, ‘ওয়ারিয়র হাই’, ‘আহত’, ‘আদালত’, ‘দিয়া অর বাতি’-এর মতো বিভিন্ন জনপ্রিয় শোতে দেখা যায় তাঁকে। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিপাড়া। শোক প্রকাশ করেছেন অভিনেতা-অভিনেত্রীরা।

Back to top button