ফের নক্ষত্র পতন! কিডনির অসুখে ৭৪ বছর বয়সে প্রয়াত অভিনেতা সতীশ শাহ, শোকস্তব্ধ বলিউড

ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য হিন্দি ছবি ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। এই খবর সামনে আসতেই শোকের ছায়া নেমেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা জনি লিভার (Johnny Lever)। তিনি জানিয়েছেন, চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে তিনি শোকস্তব্ধ। সতীশ শাহের প্রয়াণে বলিউডের বহু তারকা ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

সূত্রের খবর, কিডনি বিকল (Kidney failure) হয়ে মৃত্যু হয়েছে সতীশ শাহের। পরিচালক অশোক পণ্ডিত (Ashoke Pandit) জানিয়েছেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন। ঘণ্টাখানেক আগেই কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।’’ খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা শোকবার্তা জানাতে শুরু করেছেন।

জানা গেছে, কিছুদিন ধরেই কিডনির সমস্যায় (Kidney ailment) ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি তাঁর অস্ত্রোপচারও (Surgery) হয়েছিল, কিন্তু শুক্রবার রাতে অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে (Hinduja Hospital, Mumbai) নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ “স্ট্রাগল শুধু একজন অভিনেতার কেন সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষদের‌ই রয়েছে! পরিশ্রম করে তৃপ্তি পাওয়াই জীবনের আসল স্বাদ, যারা এটিকে বোঝে তারা সত্যিই জীবনকে উপভোগ করতে পারে”- অকপট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

শনিবার দুপুর আড়াইটে নাগাদ (2:30 PM, Saturday) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ শাহ। আপাতত তাঁর দেহ রাখা রয়েছে হাসপাতালে, অন্ত্যেষ্টিক্রিয়া (Funeral) সম্পন্ন হবে রবিবার। প্রজন্মের পর প্রজন্ম যাঁর অভিনয়ে মুগ্ধ, সেই কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।