শুধু বলিউড নয় গোটা বিশ্বজুড়ে তিনি কিং খান বাদশা এইরূপ নানা নামে পরিচিত। তিনি হলেন শাহরুখ খান। তাঁর নামেই রীতিমত হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যায় তরুণ-তরুণীদের। সিনেমার শেষ ফল যাই হোক না কেন, তাঁর সিনেমা মুক্তি পেলেই লাইনে দাঁড়ায় অগণিত ভক্ত। আর এই শাহরুখই নাকি একবার মুম্বইয়ের প্রেক্ষাগৃহের বাইরে নিজের সিনেমার টিকিট নিজেই বিক্রি করেছিলেন! ভাবা যায়?
‘কাভি হা কাভি না’- সিনেমার মুক্তির পর এমনটা করেছিলেন তিনি। সবই টিকিট বিক্রির ফন্দি। অ্যাডভান্স ইটিকিট বুকিং পরিষেবা দেওয়ার সময় নায়ক নিজেই টিকিটে দিতে থাকেন নিজের অটোগ্রাফ। শাহরুখের কেরিয়ারের একদম প্রথম দিকের ছবিগুলির মধ্যে ছিল এই সিনেমা। আর বেশ সাফল্যও পেয়েছিল ছবিটা। তবে এই সিনেমার জন্য পরিচালক প্রথমে শাহরুখ খানকে বেছে নেন নি। তাঁর প্রথম পছন্দ ছিলেন আমির খান এবং জুহি চাওলা। সেকেন্ড এর ভূমিকায় তিনি নিতে চেয়েছিলেন শাহরুখকে। কিন্তু আমির হঠাৎ করেই সিনেমার কাজ ছেড়ে দেন। আর তাই সেই জায়গায় আসেন শাহরুখ।
জিরো সিনেমায় শেষবারের মতো কাজ করেছেন শাহরুখ। এরপর আবার পাঠান সিনেমায় দেখা যাবে তাঁকে দীপিকার সঙ্গে। ‘পাঠান’ ছবির একটি রোম্যান্টিক গানের শ্যুট স্পেনে যাচ্ছেন দীপিকা আর শাহরুখ এই মার্চে। কিং খানকে আবার বড় পর্দায় দেখার জন্য আগ্রহী তাঁর অনুরাগীরা। এদিকে তাঁর জীবনে একের পর এক বাধা এসেই চলেছে। মা’দক কাণ্ডে হঠাৎ করে ধরা পড়ে তাঁর সন্তান আরিয়ান খান। তখনই শুটিং ক্যানসেল করে ফিরে আসেন তিনি। তারপর অনেক দৌড়াদৌড়ি করে শেষমেষ ছাড়া পেয়েছে আরিয়ান। তাই আবার কাজে মন দিয়েছেন শাহরুখ।







চরিত্র থেকে চেহারা নেটপাড়ায় ব্যক্তিগত আক্র’মণে জেরবার অভিনেত্রী কমলিকা ব্যানার্জি! পার্বতী চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, অকপট অভিনেত্রী! তবেই কি পরিবর্তন হল চরিত্রের?